বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

গঙ্গাভাঙন রুখতে হুগলিতে পরিদর্শন কেন্দ্রীয় কমিশনের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গঙ্গাপাড়ের ভাঙন রুখতে এবার পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার গঙ্গার বন্যা নিয়ন্ত্রণ কমিশনের তিন সদস্য হুগলির বলাগড়, চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকা পরিদর্শনে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের জলসম্পদ দপ্তরের আধিকারিকরা। গঙ্গার পাড় সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তাঁরা। কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়ে দ্রুত সমস্যা মেটানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
সংসদে হুগলির নদী ভাঙন নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সরব হওয়ায় এদিন গঙ্গার বন্যা নিয়ন্ত্রণ কমিশনের ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার সহ তিন সদস্যের প্রতিনিধিদল আসে হুগলিতে। গুপ্তিপাড়া জেটিঘাট থেকে শুরু হয় পরিদর্শন। কোন জায়গায় বাঁক, কোথায় ভাঙনের মাত্রা সবচেয়ে বেশি, সবটাই দেখেন তাঁরা। শুধু তাই নয়, গত কয়েক বছরের ভাঙন নিয়ে রাজ্যের রিপোর্টও সংগ্রহ করে প্রতিনিধিদল। সূত্রের খবর, বলাগড়ে গঙ্গাপাড়ের অবস্থা সবচেয়ে খারাপ। গঙ্গার বন্যা নিয়ন্ত্রণ কমিশনের তরফে রঞ্জিত কুমার বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই আমরা পরিদর্শনে এসেছি। এই এলাকায় একাধিক বিষয় আমাদের নজরে এসেছে। সেগুলি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। জানা গিয়েছে, রাজ্য সরকারের জলসম্পদ দপ্তরের সঙ্গেও এনিয়ে বৈঠকে বসবেন কমিশনের প্রতিনিধি। রাজ্য ও কেন্দ্রীয় সরকার নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করবে। কমিশন রাজ্য সরকারকেও পৃথকভাবে একটি পরিকল্পনা প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে। 
এদিনের এই পরিদর্শন নিয়ে স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, হুগলির মানুষের এই সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে বলে আমি আশাবাদী। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে নিশ্চয়ই কোনও সমাধান সূত্র মিলবে। গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ বলেন, এই প্রথম কেন্দ্রীয় সরকার এখানে নদী ভাঙন নিয়ে কোনও সদর্থক পদক্ষেপ নিয়েছে। এতে বলাগড়ের বাসিন্দা হিসেবে আমি খুশি। আশা করি, ভাঙনের সমস্যা এবার মিটবে। 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা