বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

মেডভেডেভকে হারিয়ে বড় অঘটন তিয়েনের

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে বড় অঘটন। বৃহস্পতিবার ড্যানিল মেডভেডেভকে হারিয়ে মেলবোর্ন পার্কে আলোড়ন ফেলে দিলেন ১৯ বছরের লার্নার তিয়েন। চার ঘণ্টা ৪৮ মিনিটের ম্যারাথন লড়াইয়ের পর অনামী মার্কিনী তরুণের কাছে বশ মানলেন পঞ্চম বাছাই রুশ তারকা। তিয়েনের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৭ (৮-১০), ১-৬, ৭-৬ (১০-৭)। রোমাঞ্চকর ম্যাচে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর হতাশায় ডুবলেন অস্ট্রেলিয়ান ওপেনে তিনবারের রানার্স মেডভেডেভ। তিনি বলেন, ‘অবিশ্বাস্য একটা লড়াই হল। জিততে না পারায় খারাপ লাগছে। তবে প্রশংসা করতে হবে লার্নার তিয়েনের। নিজেকে ঘরে রাখতে পারলে ওর ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল।’ মেডভেডেভ দ্রুত ভুলতে চাইবেন এবারের টুর্নামেন্ট। প্রথম রাউন্ডের ম্যাচে মেজাজ হারিয়ে র‌্যাকেট ভেঙে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। আর এদিন অপ্রত্যাশিতভাবে বেজে গেল বিদায় ঘণ্টা।
অন্যদিকে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন জ্যাক সিনারের। ইতালির তারকা দ্বিতীয় রাউন্ডে হারান অস্ট্রেলিয়ার ট্রিস্টান স্কুলকেটকে। ম্যাচের ফল ৪-৬, ৬-৪, ৬-১ , ৬-৩। ঘরের মাঠে প্রবল দর্শক সমর্থন কাজে লাগিয়ে শুরুতে বেশ ঝাঁকুনি দেয় ট্রিস্টান। তবে ম্যাচ গড়ানোর সঙ্গেই স্পষ্ট হয় অভিজ্ঞতার অভাব। পাশাপাশি সহজ জয় পান আলেক্স ডি’মিনাউর। অস্ট্রেলিয়ার ট্রিস্টান বোয়ারকে ৬-২, ৬-৪, ৬-৩ সেটে হারান তিনি। 
অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মুখে ইগা সুইয়াটেক। বৃহস্পতিবার রড লেভার এরিনায় মহিলা বিভাগে সহজ জয় ছিনিয়ে নেন বিশ্বর দু’নম্বর সুইয়াটেক। স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভাকে উড়িয়ে দেন তিনি। ম্যাচের ফল ৬-০, ৬-২। এবার সুইয়াটেকের প্রতিদ্বন্দ্বী এমা রাদুকানু। উল্লেখ্য, ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাদুকানু নতুন বছরে বেশ ভালো ফর্মে রয়েছেন।
এদিকে, শুক্রবার পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে নামছেন স্পেনের কার্লোস আলকারাজ। তাঁর প্রতিপক্ষ পর্তুগালের নুনো বর্জেস। এছাড়া জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি জেকব ফের্নলে। অন্যদিকে, কিংবদন্তি জোকোভিচের সামনে চেক প্রজাতন্ত্রের থমাস ম্যাকহাচ। গত বছর অক্টোবরে র‌্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে ছিলেন তিনি।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা