বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

গোয়া ম্যাচের আগে সমস্যায় ইস্ট বেঙ্গল, পায়ের হাড়ে চিড় আনোয়ারের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলে শনির দশা চলছেই। সূত্রের খবর, পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে আনোয়ারের। বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। চোট-আঘাতে এমনিতেই বিপর্যস্ত গোটা দল। কার্যত ভাঁড়ে মা ভবানী দশা। যা পরিস্থিতি তাতে আরও দিন দশেক পর হয়তো রিহ্যাবে নামবেন আনোয়ার। গোয়ার বিরুদ্ধে তো বটেই, পরের কেরল ব্লাস্টার্স ম্যাচেও নেই তিনি।
এখানেই শেষ নয়। ফিটনেস সমস্যার কারণে হেক্টর ইউস্তেও গোয়া যাচ্ছেন না। বৃহস্পতিবার অনুশীলন করেননি এই স্প্যানিশ ডিফেন্ডার। অন্যদিকে, কার্ড সমস্যায় নেই শৌভিক চক্রবর্তী। ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা পিঠের ব্যথায় কাবু। হাল্কা ওয়ার্ম আপ করেই মাঠ ছাড়লেন তিনি। গোয়ার বিরুদ্ধে কি খেলতে পারবেন? ম্লান হেসে ক্লেটন জানালেন, ‘চোট ভোগাচ্ছে। তবে যে করে হোক খেলতে চাই।’ দলের সঙ্গে গোয়া নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। শুক্রবার অনুশীলনের পর ক্লেটনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লাল-হলুদ কোচ। সবমিলিয়ে প্রথম একাদশ গড়াই দায়। যুবভারতীতে প্র্যাকটিস দেখতে আসা সমর্থকদের জোর চর্চা— নির্ঘাত নজর লেগেছে। শনিপুজো দেওয়া উচিত। এমনই গুরুগম্ভীর আবহে শুক্রবার সকালের বিমানে গোয়া যাচ্ছে ইস্ট বেঙ্গল।
১৯ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার সামনে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষের চেয়ে নিজের দল নিয়েই বেশি আতঙ্কিত লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। স্টপারে হিজাজের পাশে লালচুংনুঙ্গাকে খেলানো হচ্ছে। সেক্ষেত্রে পছন্দের লেফট উইংব্যাক পজিশনে ফিরবেন নিশু। ডানদিকে চিচিং ফাঁক দশা। নন্দকুমারকে রাইট উইং ব্যাকের জায়গায় দেখে অনেকেই অবাক। বরিস, বোরহার বিরুদ্ধে নন্দকে নামানো নিঃসন্দেহে ফাটকা খেলার শামিল। অথচ অস্কারের হাতে চাকু মান্ডি রয়েছে। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের অধিনায়ক ডিফেন্সিভ ব্লকার ছাড়াও স্টপারে খেলতে দক্ষ। আর কবে সুযোগ পাবেন তাঁরা? অনুশীলনে ইঙ্গিত, ক্লেটন একান্তই না পারলে প্লে-মেকারের ভূমিকায় থাকবেন নাওরেম মহেশ। ফাইনাল পাস বাড়ানোর দক্ষতা রয়েছে তাঁর। কিন্তু বক্স টু বক্স ফুটবল খেলতে হলে ওয়ার্কলোড নিতে হয়। দুবলা, পাতলা চেহারার নাওরেম কী এত চাপ নিতে পারবেন? ইস্ট বেঙ্গল স্কোয়াডে তরুণতুর্কির অভাব নেই। আনফিট বিদেশির বদলে সায়ন, জেসিনদের এবার ম্যাচ টাইম দেওয়া প্রয়োজন। অন্যদিকে লাল-হলুদ জার্সিতে অভিষেকের অপেক্ষায় রিচার্ড সেলিস। ভেনেজুয়েলার ফুটবলার কতটা নিজেকে মেলে ধরবেন তার উপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভরশীল। বৃহস্পতিবারের প্র্যাকটিসে গুটিয়ে ছিলেন সেলিস। দলের সঙ্গে মানিয়ে ওঠার জন্য কিছুটা সময় তাঁকে দিতেই হবে।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা