বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সইফ আলি খানকে ছুরিকাঘাত: আটক করা ব্যক্তির সঙ্গে হামলার কোনও যোগ নেই, দাবি পুলিসের

মুম্বই, ১৭ জানুয়ারি: কয়েক ঘণ্টা আগেই জানা গিয়েছিল বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিস। তাকে পাকড়াও করে বান্দ্রা থানাতেও নিয়ে আসা হয়। সেখানেই চলছিল জিজ্ঞাসাবাদ।  সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির চেহারা হুবহু একইরকম বলে দাবিও করা হতে থাকে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই উলটপুরাণ। পুলিসের তরফে জানিয়ে দেওয়া হল, যে ব্যক্তিকে বান্দ্রা থানায় আনা হয়েছে, তিনি সইফের উপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত নন!
সূত্রের খবর, গতকাল প্রাণঘাতী হামলার পর অভিযুক্ত ব্যক্তিকে শেষবার বান্দ্রা রেল স্টেশনে দেখা গিয়েছিল। পুলিস মনে করছে, হামলার পরেই বান্দ্রা স্টেশনে পৌঁছে প্রথম লোকাল ট্রেন ধরে বাসাই-বিরার দিকে চম্পট দেওয়ার ছকে ছিল অভিযুক্ত। তবে পালানোর আগে পুলিসের চোখে ধুলো দিতে নিজের পোশাক বদলে নিয়েছিল সে।
পুলিস সন্দেহ করছে, আক্রমণকারী ব্যক্তিদের সঙ্গে বাড়ির কোনও কর্মীর যোগসাজশ থাকতে পারে। সেই কারণে সিসি ক্যামেরার নজর এড়িয়ে ভিতরে প্রবেশ করতে পেরেছিল সে। তবে আপাতত পাকড়াও হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করতে চাইছে পুলিস।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে মুম্বইতে নিজের বাড়িতেই দুষ্কৃতীর ছুরিকাঘাতে মারাত্মক জখম হন সইফ আলি খান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ। একাধিক প্রশ্নের মুখে পুলিসের ভূমিকাও।
20h 20m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা