বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

টার্গেট তারকারা, মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলিউড

মুম্বই: বাবা সিদ্দিকি খুন। সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানো। শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসিকে হুমকি। আর এবার বাড়িতে ঢুকে সইফ আলি খানকে কোপালো এক আততায়ী। কেন, কীভাবে... ইত্যাদির ভিড়ে সবচেয়ে বেশি মাথাচাড়া দিচ্ছে একটাই প্রশ্ন—কেন বারবার আক্রান্ত তারকারা? কোথায় তাঁদের নিরাপত্তা? বৃহস্পতিবার এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে করলেন অভিনেতারা। করিশ্মা কাপুর যেমন বলেন, ‘এখন তো সইফদের অ্যাপার্টমেন্টের বাইরে কত ভিড়। কিন্তু এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বান্দ্রার আবাসনগুলির ভিতরেই কতটা নিরাপত্তাহীনতা রয়েছে।’ ক্ষুব্ধ অভিনেত্রী রবিনা ট্যান্ডনও। তাঁর প্রশ্ন, ‘তারকারা এখন সফ্ট টার্গেট। তাঁরা যেখানে থাকেন, সেই এলাকা তো নিরাপদ বলেই গণ্য হয়, সেখানেই এই অবস্থা!’ উদ্বিগ্ন পরিচালক ইমতিয়াজ আলি। তিনি বলেন, ‘এমন খবরে চমকে উঠতে হয়।’ অভিনেত্রী পূজা ভাট মুম্বই পুলিসকে ট্যাগ করে লিখেছেন, এই আইন-শৃঙ্খলার অবনতি ঠেকান। সইফের বোন সাবা এই ভয়ঙ্কর ঘটনায় হতবাক। ইনস্টাগ্রামে ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উদ্বেগ প্রকাশ করেন দক্ষিণী তারকারাও। সইফের ‘দেভারা’ ছবির সহঅভিনেতা জুনিয়র এনটিআর লিখেছেন, ‘খবরটা শুনে আতঙ্কিত। সইফ স্যারের দ্রুত সুস্থতা কামনা করি।’ মেগাস্টার চিরঞ্জীবী, বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ, সোনু সুদ সহ একাধিক অভিনেতা এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। 
বৃহস্পতিবার সকাল থেকেই তারকারা দেখতে আসেন সইফকে। ভোর থেকেই বাবার সঙ্গে ছিলেন পুত্র ইব্রাহিম। বেলার দিকে হাসপাতালে আসেন কন্যা সারা আলি খান, স্ত্রী করিনা কাপুর। পরে ইনস্টাগ্রামে করিনা লিখেছেন, আমাদের পরিবারের কাছে এদিনটা অত্যন্ত চ্যালেঞ্জিং। পাশে থাকার সবাইকে ধন্যবাদ। শাহরুখ খান, আলিয়া ভাট-রণবীর কাপুর, সইফের বোন সোহা আলি খান, কুণাল খেমু সহ আরও অনেকে আসেন হাসপাতালে। ঘটনার পর আতঙ্কে বান্দ্রার অ্যাপার্টমেন্ট ছাড়েন করিনা। দুই ছেলেকে নিয়ে তিনি পৌঁছন করিশ্মার বাড়িতে। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে আসেন করণ জোহর, সঞ্জয় দত্ত, মালাইকা আরোরারা। বাণিজ্য নগরীর তারকাদের মুখে চিন্তা ও উদ্বেগের ছাপ স্পষ্ট।  
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা