বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ক্ষমতায় এলে নাগরিকদের ৫০০ টাকায় গ্যাস ও নিখরচায় ৩০০ ইউনিট বিদ্যুৎ, দিল্লি ভোটের আগে বড় ঘোষণা কংগ্রেসের

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি: দিল্লির ভোটে প্রতিশ্রুতির বন্যা! কয়েকদিন আগেই কংগ্রেস ঘোষণা করেছিল ক্ষমতায় এলে তারা রাজধানীর প্রত্যেক মহিলাকে আড়াই হাজার টাকা করে ভাতা দেবে। এবার আরও কয়েক কদম এগিয়ে হাত শিবির জানিয়েছে, রাজধানীর বাসিন্দারের মাসে ৫০০ টাকায় একটি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এছাড়া বিনামূল্যে রেশনের পাশাপাশি নিখরচায় ৩০০ ইউনিট বিদ্যুৎও দেবে। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা করেছে কংগ্রেস।
দ্রব্যমূল্য  বূদ্ধি নিয়ে নাজেহাল দেশবাসী। তাই দিল্লি বিধানসভায় সেই ইস্যুকেই হাতিয়ার করছে সব দলই। এর আগে বিজেপি ও কেজরিওয়ালরাও নাগরিকদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই লড়াইয়ে এবার মাঠে নেমেছে হাত শিবির।  
আজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে দিয়ে কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য এই সব সুবিধার কথা ঘোষণা করেছে। সঙ্গে ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব সহ অনান্য নেতারা। ২০২৪-এ কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতা দখল করে। সেখানে কংগ্রেসের সাফল্যের পিছনে ছিল জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি। দিল্লিতে কংগ্রেস তাই আপ এবং বিজেপিকে টেক্কা দিতে প্রতিশ্রুতি নিখরচায় সরকারি সুবিধা দেওয়ার রাস্তাতেই হাঁটল।  এর আগেই হাত শিবির ঘোষণা করে দল ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। দল ওই প্রকল্পের নাম দিয়েছে ‘প্যায়ারি দিদি’। তবে দিল্লিতে কংগ্রেসের সবচেয়ে বড় ঘোষণা হল, বেকারদের মাসে ৮৫০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা ৮ ফেব্রুয়ারি।  এবছর ভোটে জিতলে হ্যাটট্রিক করবে আম আদমি পার্টি। ২০১৫ সাল থেকে ক্ষমতায় রয়েছে কেজরির দল। অন্যদিকে ১৯৯৮ সালে শেষবারের মত সরকারে ছিল বিজেপি। গত বিধানসভায় ছিল দ্বিতীয় স্থানে। এখন সকলেরই চোখ আগামী ৮ তারিখ শেষ হাসিটা হাসবে কোন শিবির সেই দিকেই।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা