বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

চতুর্থ দেশ হিসেবে সফল ‘স্পেস ডকিং’ ইসরোর, মহাকাশে জুড়ল ঘূর্ণায়মান দুই স্যাটেলাইট! 

নয়াদিল্লি: এবার স্পেস স্টেশন বানাবে ভারতও। সেই লক্ষ্যে আরও একধাপ এগল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মহাশূন্যে হাত মেলাল ইসরোর দুটি স্যাটেলাইট। পরীক্ষার পোশাকি নাম ‘স্পেস ডকিং’। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে এই মহামিলনের ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করল ভারত। সোশ্যাল মিডিয়ায় ইসরো লিখেছে, ‘ডকিং সাকসেস।’ এটি মহাশূন্যে মহাকাশযানের ‘ডক’ ও ‘আনডক’ প্রযুক্তির পরীক্ষা। পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান দুটি মহাকাশযানকে সংযুক্ত করাকে বলে ‘ডকিং’। আর তাদের বিচ্ছিন্ন করা হল ‘আনডকিং’। গতমাসেই শুরু হয় স্পেডেক্স মিশন। পরীক্ষামূলকভাবে পাঠানো হয় এসডিএক্স ০১ ও এসডিএক্স০২ নামে দু’টি কৃত্রিম উপগ্রহ। গতবছর ৩০ ডিসেম্বর পিএসএসভি-সি৬০ রকেট সেগুলি মহাকাশে পৌঁছে দিয়েছিল। গত রবিবারও স্পেস ডকিংয়ের চেষ্টা চালিয়েছিল ইসরো। কিন্তু, পরিকল্পনা সফল হয়নি। চারদিনের মাথা বৃহস্পতিবার এল সেই  চূড়ান্ত মুহূর্ত। সমগতিতে একই দূরত্ব অতিক্রমের পর জুড়ে গেল দুই উপগ্রহ। একটি ‘চেজার’ ও দ্বিতীয়টি ‘টার্গেট’।  এই ঘটনাকে অনেকে ‘হ্যান্ডশেক’ বলেও উল্লেখ করছেন। সংস্থা জানিয়েছেন, ‘ডকিং’য়ের পরে অভিন্ন উপগ্রহ হিসেবে কাজ করবে স্যাটেলাইট দু’টি। আগামী কয়েকদিনের মধ্যে তাদের বিচ্ছিন্ন করার প্রক্রিয়া (আনডকিং) ও পাওয়ার ট্রান্সফারের ক্ষমতা যাচাই শুরু হবে।  এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ইসরো। গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর নয়া চেয়ারম্যান ভি নারায়ণন। বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।  গত ৭ জানুয়ারি ডকিংয়ের পরিকল্পনা করেছিলেন বিজ্ঞানীরা। সেইমতো দু’টি স্যাটেলাইটের দূরত্ব ৫০০ মিটার থেকে ২২৫ মিটারে কমিয়ে আনা হয়। রবিবার সেই দূরত্ব মাত্র তিন মিটারে নামিয়ে আনে ইসরো। কিন্তু, তাড়াহুড়ো করতে চাননি বিজ্ঞানীরা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেদিন আর এগোননি তাঁরা। ইসরো সূত্রে খবর, এই প্রজেক্টে খরচ হয়েছে ৩৭০ কোটি টাকা। স্পেডেক্স মিশনে সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণাকে আরও কয়েকধাপ এগিয়ে দিল। তথ্যাভিজ্ঞ মহলের মতে, এই ডকিং প্রযুক্তি আসন্ন গগণযান, ভারতীয় অন্তরীক্ষ মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রয়োজনীয় সামগ্রী, সরঞ্জাম, মহাকাশচারীদের পৌঁছে দেওয়া ক্ষেত্রেও কার্যকরী হবে। সাহায্য করবে মহাকাশে নভোশ্চর পাঠানোর পরবর্তী অভিযানেও। 
 সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছে ইসরো।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা