বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ঘরোয়া ক্রিকেট খেলার দাওয়াই যুবির

নয়াদিল্লি: রানের খোঁজে রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস ফিরে পেতে মুম্বইয়ের হয়ে রনজি ট্রফির ম্যাচ খেলতে চাইছেন তিনি। গত কয়েকদিন ধরে প্রস্তুতিও সারছেন। ভারত অধিনায়কের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন যুবরাজ সিং। তিনি বলেন, ‘ক্রিকেটারদের কেরিয়ারে ওঠাপড়া লেগেই থাকে। তবে ফর্মে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেট হল সেরা মঞ্চ। সময় থাকলে অবশ্যই রনজি ট্রফিতে খেলা উচিত। তাতে আত্মবিশ্বাস বাড়ে। ভুলত্রুটি শুধরে নেওয়ার সুযোগও থাকে অনেক বেশি।’ উল্লেখ্য, শুধু রোহিত নন, ঋষভ পন্থ, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডিরা রনজি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আসলে অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটাররা প্রবল চাপে। রোহিত মোট ৩১ রান করেছিলেন। কোহলির সংগ্রহ ১৯০। তা দেখে সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীরা ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছিলেন রোহিতদের। এমনকী, বোর্ডের সঙ্গে রিভিউ মিটিংয়েও কোচ গম্ভীর স্পষ্ট করে দিয়েছিলেন, ফিট থাকলে প্রত্যেক ক্রিকেটারকে রনজিতে খেলতে হবে। তবে কোহলি এখনও সাড়া দেননি। তিনি ব্যস্ত মুম্বইয়ে নবনির্মিত বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান নিয়ে।
এদিকে, পরের টেস্ট সিরিজ নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল বিসিসিআই। আইপিএলের পর ইংল্যান্ড সফরে যাবে ভারত। খেলবে পাঁচটি টেস্ট। তার আগে তিনটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। প্রতিপক্ষ সম্ভবত ইংল্যান্ড লায়ন্স। তবে কোথায় এবং কবে ম্যাচগুলি হবে, তা ঠিক হয়নি। ২৫ মে আইপিএল ফাইনাল। লিডসে ২০ জুন শুরু প্রথম টেস্ট। অর্থাৎ ২৫ দিন সময় থাকবে হাতে। তার মধ্যে ইংলিশ কন্ডিশনের সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে চায় বিসিসিআই। ইংল্যান্ডে ডিউক বলে সুইং হয় অনেক বেশি। তার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয় উপমহাদেশের ব্যাটসম্যানদের। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেতে পারেন। অনেকের কাছেই এটা হতে পারে প্রথম ইংল্যান্ড সফর। তাই সেদেশে বেশি সংখ্যক প্রস্তুতি ম্যাচ খেলার উপর জোর দেওয়া হচ্ছে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা