বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আজ মোহন বাগানের সামনে জামশেদপুর এফসি, ছন্দ ধরে রাখাই লক্ষ্য মোলিনার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বি জয়ের পরের ম্যাচেই পয়েন্ট খুইয়েছে দল। ময়দানের ইতিহাসে এমন উদাহরণ রয়েছে ভুরিভুরি। তাই শুক্রবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে রীতিমতো সাবধানী মোহন বাগান কোচ হোসে মোলিনা। ব্রহ্মপুত্রের তীরে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আইএসএলের ডার্বিতে অপরাজেয় তকমা অটুট রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে জিতলেও ছেলেদের খেলায় সন্তুষ্ট হতে পারেননি বাগান কোচ। জামশেদপুরের বিপক্ষে লিস্টন-মনবীরদের পারফরম্যান্সে আরও উন্নতি চাইছেন তিনি। পাশাপাশি প্রতিপক্ষকে নিয়েও বেশ সতর্ক মোহন বাগানের স্প্যানিশ হেড স্যার। চলতি আইএসএলে দারুণ ছন্দে রয়েছে ইস্পাত নগরীর ফ্র্যাঞ্চাইজি দলটি। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে জামশেদপুর। শেষ ছয় ম্যাচে পাঁচটিতেই জয় পেয়েছে তারা। তাই শুক্রবার লড়াইটা যে সহজ হবে না, তা ভালোই জানেন মোলিনা। সেই মতো ছেলেদের প্রস্তুত রাখছেন তিনি।
বৃহস্পতিবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ট্রেনিং করে বাসে জামশেদপুর পৌঁছান মোহন বাগান ফুটবলাররা। ঘরের মাঠে খালিদ জামিল ব্রিগেডকে ৩ গোলে দুরমুশ করেছিলেন ম্যাকলারেনরা। তবে অ্যাওয়ে ম্যাচ কঠিন হবে বলেই মত কোচ মোলিনার। প্রতিপক্ষ সম্পর্কে তাঁর বিশ্লেষণ, ‘চলতি মরশুমে ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে জামশেদপুর। চেন্নাইয়ানের কাছে পাঁচ গোল হজম ছাড়া সব ম্যাচই জিতেছে তারা। তাই ওদের হারাতে হলে আরও ভালো ফুটবল খেলতে হবে। বিশেষত প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে নিখুঁত হওয়া প্রয়োজন। ডার্বি জয় এখন অতীত। ছন্দ ধরে রেখে আরও এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
চোট সারিয়ে শুরু থেকে মাঠে নামতে তৈরি গ্রেগ স্টুয়ার্ট। পাশাপাশি দিমিত্রিও ক্রমশ ছন্দে ফিরছেন। জামশেদপুরের বিরুদ্ধে এই দুই ফুটবলারকে আরও বেশি ম্যাচ টাইম দেওয়ার পরিকল্পনা রয়েছে বাগান কোচের। তবে চোটের কারণে এই ম্যাচেও নেই অনিরুদ্ধ থাপা। বৃহস্পতিবারের প্র্যাকটিসে মূলত পাসিং ফুটবল আর উইং প্লে’র উপর জোর দেন মোলিনা। ডার্বিতে একের পর এক সুযোগ পেয়েও তা নষ্ট করেছেন লিস্টন। সতীর্থদের পাস বাড়ানোর চেয়ে নিজে গোল করার নেশায় ক্রমশ আসক্ত হয়ে পড়ছেন তিনি। কোচ মোলিনার নোটবুকেও বিষয়টি জায়গা করে নিয়েছে। গোয়ার ফুটবলারটির সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন তিনি। এখন দেখার ভুল থেকে লিস্টন শিক্ষা নিতে পারেন কিনা।
অন্যদিকে, আইএসএলে শেষ তিনটি সাক্ষাতে মোহন বাগানকে হারাতে ব্যর্থ জামশেদপুর। তবে সেই রেকর্ড মাথায় রাখছেন না খালিদ জামিল। বরং নিজের দল নিয়েই অনেক বেশি মনঃসংযোগ করছেন তিনি। তাঁর কথায়, ‘মোহন বাগান লিগের অন্যতম শক্তিশালী দল। ডার্বি জয়ের সুবাদে ওদের আত্মবিশ্বাস আরও বাড়বে। তাই আমার মাথায় বিশেষ পরিকল্পনা রয়েছে। তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনঃসংযোগ করতে চাই। এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে। সেগুলোকে শুধরে নিতে হবে।’
-ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
-সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা