বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

পরিবেশ নিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করুক বাংলার সরকার: সোনম ওয়াংচুক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় এলেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার মহাবোধি সোসাইটিতে জলবায়ু পরিবর্তন ও লাদাখ নিয়ে একটি আলোচনায় অংশ নেন তিনি। সিনেমার পর্দার ‘র‌্যাঞ্চো’ লাদাখের জন্য অনশনে বসেছিলেন। তিনি কলকাতায় এসে বলেন, ‘আমি ধন্যবাদ যাত্রায় বেরিয়েছি। গোটা দেশের মানুষের কাছ থেকে অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি। এবার আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে বেরিয়েছি।’ বাংলার সরকারের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘আমি বাংলার সরকার এবং মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনারা আগামীর জন্য উদাহরণ তৈরি করুন। আমি শুনেছি, এখানে গাছকাটার ক্ষেত্রে কড়া নিয়ম করা হয়েছে। এর থেকে প্রেরণা নিয়ে যেন দেশ, বিশ্বে বদল আসে। মানুষের উচিত, এমন সিদ্ধান্তের পাশে থাকা।’
‘সেভ হিমালয়’! ‘সেভ লাদাখ’! স্লোগানের মাধ্যমে পরিবেশ কর্মীরা এদিন স্বাগত জানান সোনমকে। মঞ্চে উঠে তাঁর বক্তব্য, ‘বাংলার মাটি থেকে অনেক আন্দোলনের উত্পত্তি হয়েছে। আমি চাই, পরিবেশ নিয়েও কলকাতা তথা বাংলা থেকে আওয়াজ উঠুক।’ লাদাখ এলাকায় হড়পা বানের কথা উঠে আসে তাঁর মুখে। তিনি বলেন, ‘যেখানে আমার স্কুল রয়েছে, তার ঠিক পিছনের গ্রামে প্রথম ২০০৬ সালে হড়পা বান আসে। আমরা স্কুলের লোকেরা মিলে সেখানে ত্রাণ নিয়ে গিয়েছিলাম। তখন সকলেই বলছিল, এমন বানের কথা শুনেছি আগে কিন্তু কখনও দেখিনি। কিন্তু তারপর থেকে ২০১০, ২০১৩, ২০১৭ সালে ওই বান হল। তার মানে বোঝাই যাচ্ছে, লাদাখের কী অবস্থা!’ ওয়াংচুকের আরও বক্তব্য, এই হিমালয়ের উপর প্রায় ২০০ কোটি মানুষ নির্ভর করেন। হিমালয়কে না দেখলে তীব্র জলসঙ্কট তৈরি হবে। পশ্চিমবঙ্গের ‘ফ্রেন্ডস অব লাদাখ, ফ্রেন্ডস অব নেচার’ নামের পরিবেশ কর্মীদের সংগঠনের উদ্যোগে এই আলোচনায় সভায় উত্সাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিজস্ব চিত্র
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা