বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

রোজভ্যালি নিয়ে ইডি-র অবস্থান জানতে চায় হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিটফান্ড সংস্থা রোজভ্যালিতে প্রতারিত আমানতকারীরা ইতিমধ্যেই টাকা ফেরত পেতে শুরু করেছেন। প্রথম দফায় ছোট অঙ্কের বিনিয়োগকারীদের এক প্রস্থ টাকা ফিরিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ নেতৃত্বাধীন কমিটি। এর মাঝেই এবার  রোজভ্যালির বাজেয়াপ্ত করা ২২টি হোটেল বাজেয়াপ্তকরণ ও বিক্রি সম্পর্কে ইডির অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে রোজভ্যালির বাকি সম্পত্তি বিক্রি নিয়েও ইডিকে তাদের অবস্থান জানাতে হবে। রোজভ্যালির ওই ২২টি হোটেলে এখনও ব্যবসা চলছে। অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ নেতৃত্বাধীন কমিটির তত্ত্বাবধানে যে হোটেলগুলি চলছে, সেগুলির বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া নিয়ে ইডির জবাব তলব করেছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। 
এদিকে, একাধিক অভিযোগ জানিয়ে রোজভ্যালি কাণ্ডে পৃথক একটি আবেদন জমা পড়েছে। তাতে অভিযোগ করা হয়েছে, রোজভ্যালির যে সম্পত্তি নিয়ে ব্যবসা করা হচ্ছে, তা হাইকোর্টের নির্দেশের পরিপন্থী। রোজভ্যালির অভিযুক্ত কর্তাদেরই হোটেল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এব্যাপারে আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে সব পক্ষের জবাব তলব করেছে ডিভিশন বেঞ্চ। 
অন্যদিকে আগের নির্দেশমতো এদিন দিলীপ শেঠ কমিটি তার তত্ত্বাবধানে থাকা সম্পত্তিগুলির ব্যবসা সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে। সেই সংক্রান্ত অডিট রিপোর্ট আগামী দিনে জমা দেওয়ার কথা শেঠ কমিটির। পরবর্তীতে সেই সব রিপোর্ট খতিয়ে দেখবে হাইকোর্ট। ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।  
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা