বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

‘সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয় সবকিছুই’, ভেসে আসছে ক্রেডিট-ডেবিট-আধার কার্ড
 

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: মাছ নয়। কাঁকড়া নয়। জলে ভাসছে ক্রেডিট-ডেবিট-আধার কার্ড। লোকে বলে, ‘আগুন খেয়ে নেয় কিন্তু সাগর ফিরিয়ে দেয় সবকিছু। নিজের কাছে কিছুই রাখে না।’ বাস্তবে যেন তার প্রমাণ দিচ্ছে গঙ্গাসাগর। পুণ্যার্থীদের ভেসে যাওয়া কার্ড চলে আসছে জলে। সে সবই ফিরিয়ে দিচ্ছে সাগর। তীর্থস্থানের সৈকতে এখন টাকা তোলার কার্ডের ছড়াছড়ি। কুড়িয়ে জড়ো করছেন সাফাইকর্মীরা। পুলিসের কাছে জমা দেবেন।
গঙ্গাকুমার সাউ এসেছেন উত্তরপ্রদেশ থেকে। বাড়ি ফিরছিলেন। মুখ শুকনো। চান করতে নেমেছিলেন সাগরে। বুক পকেটে ছিল ডেবিট কার্ড। সেটি জলে ভেসে গিয়েছে। সব শুনে বললেন, ‘আমার কার্ডটি কি এসেছে ভেসে?’ তারপর উত্তর পেতে ছুটলেন সৈকতে। অন্যদিকে আতান্তরে পুলিস। এত সংখ্যক কার্ডের মালিককে মেলায় খোঁজা, খড়ের গাদায় ছুঁচ খোঁজার সামিল। মালিককেই এসে অভিযোগপত্র জমা করে উপযুক্ত প্রমাণ দিয়ে কার্ড ফেরত নিতে হবে, নিয়ম এটাই। ফলে বহু কার্ড জমা পড়ে পুলিসের কাছে। আর মালিক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। সাগর অন্যের সম্পত্তি ফিরিয়ে দিলেও ফিরে পাচ্ছেন না কার্ডের মালিক। স্নান করতে এসে অনেকে জামাকাপড় ফেলে দিয়েছেন। তাতে মানিব্যাগ ছিল। সে সবই ভেসে আসছে জলে। এখনও পর্যন্ত দু-একজন মাত্র কার্ড ফিরে পেয়েছেন। বাকিরা খুঁজে হয়রান। তবে শুধু তো হারিয়ে ফেলা নয়। মানুষ পুণ্যের সঙ্গে আরও অনেক কিছু পেয়েও যাচ্ছেন। তাঁদের মুখ হাসি হাসি।
সাগরের শুঁটকি মাছ কেনার হিড়িকে পুণ্যার্থীদের সঙ্গে সামিল মহিলা পুলিস কর্মীরাও। এখানে সস্তা এবং অনেক ধরনের মাছ মেলে। পাঁচ নম্বর বিচ পার করতেই নাকে কটূ গন্ধ আসে। কিছুটা এগলে ছ’নম্বর বিচ। সেখানেই বিচের ধারে সারি দিয়ে শুকনো করা হচ্ছে পাতা মাছ, ঝুড়ো চিংড়ি ইত্যাদি। তা কিনতে ভিড় সাধারণ মানুষের। মেলায় ডিউটিতে আসা পুলিসও দেদার কিনছেন। এছাড়াও আরও অনেক কিছু আছে।
৫০ টাকায় হাতে পরার শাঁখা। ১০০ টাকায় বিছানার চাদর। বুধবার ভোরে শেষ হয়েছে সংক্রান্তির পুণ্য লগ্নের স্নান। বিকেলের পর পুণ্যার্থীরা ফিরছেন। দু’নম্বর বিচ রাস্তায় হরেক সামগ্রী নিয়ে বসে ব্যবসায়ীরা। সন্ধ্যা গড়াতেই সেখানে ভিড়। মুর্শিদাবাদ থেকে শাঁখা নিয়ে আসা ফকির আলম বলেন, ‘২০০ টাকা দাম। ভাঙা মেলায় কম দামে ছেড়ে দিচ্ছি।’ কেউ মাছ ধরার জাল বিক্রি করছেন। দেড় থেকে দু’হাজার টাকা দাম। এছাড়া রয়েছে এগ রোল, মোমোর দোকান, ফুচকার স্টল। আগামী কয়েক দিন ভাঙা মেলার এই আনন্দ চলবে। গ্রামবাসীরাও দলে দলে আসছেন। সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া-দাওয়া কেনাকাটা আর হই-হুল্লোড়। তারপর আনন্দ করতে করতে বাড়ি, আসছে বছর আবার হবে।
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা