বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

যাত্রীদের কাছে পৌঁছে টিকিট দিচ্ছেন টিটিই, হাঁফ ছেড়ে বেঁচেছেন পুণ্যার্থীরা

সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপ স্টেশন ভিড়ে ঠাসা। টিকিট কাউন্টারে পুণ্যার্থীদের লম্বা লাইন। সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে চান। ট্রেন ধরার জন্য চরম ব্যস্ততা। মাথায় ভারী ব্যাগ নিয়ে ভিড় ঠেলে স্টেশনে ঢুকলেন ৮০ বছরের বাগদিরাম আগরওয়াল। তিনি ১৪ জানুয়ারি মহারাষ্ট্র থেকে পুণ্যার্জনের আশায় গঙ্গাসাগরে এসেছেন। বৃহস্পতিবার বিকেলে কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেন ধরে পরিবার সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু ক্লান্ত শরীর। ব্যাগপত্র নিয়ে হাঁটতেও পারছিলেন না। মাথা থেকে বোঝা নামিয়ে স্টেশনে ওঠার সিঁড়িতেই বসে পড়লেন। তাঁকে দেখেই ছুটে আসেন এক টিটিই। হাতে ছোট একটি মেশিন। টাকা নিয়ে বাগদিরামের হাতে ট্রেনের টিকিট তুলে দিলেন। জানা গিয়েছে, ভ্রাম্যমাণ টিকিট পরিষেবার সুযোগ পেলেন বাগদিরাম। ১০ জানুয়ারি থেকে এই পরিষেবা শুরু হয়েছে। কাউন্টারে লাইন না দিয়ে পুণ্যার্থীরা টিকিট কিনতে পারছেন।
রেল সূত্রে জানা গিয়েছে, এ বছর পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য মোবাইল টিকিটের ব্যবস্থা হয়েছে। এ বছর গঙ্গাসাগর মেলার জন্য কাকদ্বীপ স্টেশনে টিটিই সহ বিভিন্ন বিভাগে রেল ৮০ জন কর্মী নিযুক্ত করেছে। তাঁদের মধ্যে প্রায় ২০ টিটিই মোবাইল টিকিট পরিষেবা দিয়েছেন। এছাড়াও নামখানা স্টেশনে মেলার জন্য অতিরিক্ত ৫০ কর্মী বিভিন্ন দায়িত্বে ছিলেন। এই স্টেশনেও মোবাইল টিকিটের ব্যবস্থা ছিল। কাকদ্বীপ স্টেশনের ম্যানেজার সমীরণ হরি বলেন, ‘গঙ্গাসাগর মেলার সময় বহু পুণ্যার্থী ট্রেনে যাতায়াত করেন। পুণ্যস্নান সেরে বাড়ি ফেরেন। তখন স্টেশনগুলিতে সমস্যা হয়। বিশেষত টিকিট কাউন্টারে ঠিক মতো টিকিট কাটা যায় না। ট্রেন ধরার জন্য পুণ্যার্থীরা হুড়োহুড়ি করেন। বয়স্কদের বেশি সমস্যা। তাই মোবাইল টিকিটের ব্যবস্থা হয়েছিল।’ -নিজস্ব চিত্র
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা