বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মন্নতেও রেকি! সইফের সঙ্গেই টার্গেট শাহরুখ

মুম্বই: এদিক-ওদিক দেখছে একজন। তবে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ একটি হাইপ্রোফাইল বাংলোর দিকে। কয়েকবার চারপাশে পাক খেল সে। তারপর কোথা থেকে ছ’-আট ফুট লম্বা একটা লোহার মই এনে রাখল দেওয়ালে। সেটা বেয়ে ঢুকে পড়তে চাইল বাংলোর ভিতর। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কাঁটাতারের জাল। খানিকক্ষণ চেষ্টা করে রণে ভঙ্গ দিল সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বাংলোটিকে আসমুদ্রহিমাচল এক নামে চেনে... ‘মন্নত’! বলিউড বাদশা শাহরুখ খানের ঠিকানা। মুম্বইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকার এই হাইপ্রোফাইল বাংলো ঘিরে সদা সতর্কতা। অনুরাগী-পাপারাৎজিদের ভিড়। নিরাপত্তারক্ষী, সিসি ক্যামেরার কঠোর নজরদারি। নিরাপত্তার বেড়াজাল টপকানো প্রায় অসম্ভব। পুলিস সূত্রে খবর, সেই সব পেরিয়েই রাতের অন্ধকারে ‘মন্নত’-এর আশপাশে এভাবে রেকি করেছে এক সন্দেহভাজন দুষ্কৃতী। তারিখটা গত ১৪ জানুয়ারি। বাড়িতে ঢুকে অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনার ঠিক দু’দিন আগে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ‘মন্নত’-এ হানা দেওয়ার চেষ্টার সেই ছবি। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছে— তবে কি সইফের সঙ্গেই টার্গেট ছিলেন স্বয়ং কিং খান? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ অবশ্য এখনও বলছেন, ‘মুম্বই অন্যতম নিরাপদ শহর।’ কিন্তু সেই মন্তব্যকে ‘ফাঁকা কলসির আওয়াজ’ বলতেও দু’বার ভাবছেন না বিরোধীরা। 
বুধবার রাতে সইফের বাড়ির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকা। বৃহস্পতিবার ভোর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সইফের বাড়ির কর্মী-পরিচারকদের। এদিন সকালে বান্দ্রা রেলস্টেশনে তল্লাশির সময় এক সন্দেহভাজনকে পাকড়াও করে পুলিস। প্রথমে মনে করা হয়েছিল, সইফের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগেই তাকে আটক করা হয়েছে। এমনকী, ওই ব্যক্তিকে বান্দ্রা থানায় নিয়ে আসার বেশ কিছু ঝলকও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। যদিও মুম্বই পুলিস স্পষ্ট জানিয়েছে, আটক ব্যক্তি সইফের হামলাকারী নয়। তার খোঁজ চলছে। অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিসের ৩৫টি টিম। তদন্তকারীদের দাবি, ওই দুষ্কৃতী একাই এসেছিল সইফের বাড়িতে। অভিনেতার উপর হামলার পর পোশাক বদলায় সে। নীল শার্ট পরে বান্দ্রায় ঘুরে বেড়ানো সেই ছবিও হাতে এসেছে পুলিসের।  
এদিন সইফের বাড়ি যে আবাসনে সেই ‘সৎগুরু শরণে’র সমস্ত কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বাড়ির ছাদে কর্মরত দুই রক্ষীকেও জেরা করা হয়। সইফের অবস্থা আগের তুলনায় স্থিতিশীল হলে, তাঁর সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে পুলিসের। অভিনেতার বয়ান রেকর্ডও করা হবে। তাঁর স্ত্রী করিনা কাপুর খানের সঙ্গেও কথা বলবে পুলিস। এই আবহে শাহরুখের বাড়িতে রেকি করার খবর উদ্বেগ বাড়িয়েছে। তার সঙ্গে সইফের উপর হামলার ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সলমন খানের ঘনিষ্ঠ হওয়ায় লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নজরে পড়েছিলেন কিং খান। তাঁকে হুমকি দেওয়া হয়। সইফ কাণ্ডেও তাঁর নাম জড়ানোয় চিন্তিত অনুরাগীরা। 
42m 59s ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা