বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আর ইউকে-ইউএস নয়, ভারতীয়রা পরবেন ইন্ডিয়া সাইজ, প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষা

রাহুল চক্রবর্তী, কলকাতা: ভারতীয়দের জামারনির্দিষ্ট মাপ চালু করতে চলেছে মোদি সরকারের বস্ত্র মন্ত্রক। দেশব্যাপী সমীক্ষার পরসম্প্রতি জমা পড়েছে এই সংক্রান্ত একটিরিপোর্ট। তার উপর ভিত্তি করেই নতুন নামাকরণ সহ জামার মাপ ঘোষিত হতে চলেছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক সূত্রের খবর, এবছরের মধ্যেই মোদি সরকার ঘোষণা করবে ‘ইন্ডিয়া সাইজ’। 
স্মল, মিডিয়াম, লার্জ, এক্সএল, ডাবল এক্সএল—এই মাপগুলির সঙ্গে পরিচিত সকলেই। এই মাপগুলি দেখেই রেডিমেড জামা কিনে থাকেন ক্রেতারা। সাধারণত আমেরিকা, ইংল্যান্ডের অনুকরণে জামার সাইজ বা মাপ নির্ধারণ করা হয়—যাকে ইউকে, ইউএস স্টাইল বলা হয়ে থাকে। কিন্তু এবার দেশে জামার নতুন ‘মাপ ঠিকানা’ হতে চলেছে। সৌজন্যে বস্ত্রমন্ত্রক। ভারতীয়দের শরীরের গঠন অনুসারে তৈরি হবে রেডিমেডপোশাক। নতুন মাপ সংক্রান্ত এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়া সাইজ’। এই ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্তে সমীক্ষা চালিয়ে রিপোর্ট তৈরি করেছে ‘ইন্ডিয়া সাইজ’- প্রজেক্টের টিম। সেই রিপোর্ট বস্ত্র মন্ত্রকে জমা পড়েছে। সেটি ইতিমধ্যেই একপ্রস্থ খুঁটিয়েও দেখেছেন শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, সরকারের কাজ সম্পূর্ণ, বাকি শুধু প্রধানমন্ত্রীরমুখে ঘোষণারপালা। এবছরের মাঝামাঝি নাগাদ তা ঘোষণা হওয়ার সম্ভাবনা।
দেশের বিভিন্ন প্রান্তকে পাঁচটি ভৌগোলিক চরিত্রে ভাগ করে সমীক্ষা চালানো হয়েছিল। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্য ভাগে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উপর ‘বডি সাইজ’ অনুযায়ী সমীক্ষা চালানো হয়। এক্ষেত্রেউচ্চতা, ওজন, কাঁধ, হাত এবং বুকের ছাতির মাপ নেওয়া হবে। সবটাই করা হয়েছে ৩ডি স্ক্যানার মেশিনের মাধ্যমে। সবমিলিয়ে ২৫ হাজার মানুষের উপর সমীক্ষা চালানো হয়েছিল। কলকাতাবাসীর শারীরিক গঠন ও জামার মাপ নিয়েও সমীক্ষা হয়েছে।
কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির প্রফেসার তথা ‘ইন্ডিয়া সাইজ’ প্রজেক্টের কো-অর্ডিনেটর দিব্যেন্দুবিকাশ দত্ত বলেন, জামার মাপ সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে গিয়েছে। কেন্দ্রের তরফে সেটি ঘোষণা করা হবে। ‘ইন্ডিয়া সাইজ’ চালু হলেদেশীয় ক্রেতা-বিক্রেতা উভয়েই উপকৃত হবেন। বিভিন্ন কোম্পানির ‘একই মাপের’ জামা ছোট-বড় হয়ে থাকে। এবারসেই সমস্যা মিটতে চলেছে।উৎপাদক সংস্থা দেশের যেকোনও প্রান্তের মানুষের শারীরিক গঠন অনুযায়ী জামা তৈরি করতে পারবে।
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, কোনও ব্যক্তির নির্দিষ্ট একটি কোম্পানির ৪২ সাইজের জামা লাগে। আবার সেই একই ব্যক্তিকে অন্য কোম্পানির জামা পরতে হয় ৪৪ সাইজের। ফলে ‘ইন্ডিয়া সাইজ’ এলে তাতে আমজনতার সুবিধা হবে বলেই মত। তবে ‘ইন্ডিয়া সাইজ’-এর জামার বিভিন্ন মাপ কী নামপাবে—এম ওয়ান নাকি আই ওয়ান নাকি বি ওয়ান—এনিয়ে কৌতূহল এখন তুঙ্গে।!
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা