বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

খেলরত্ন পেয়ে আপ্লুত গুকেশরা

নয়াদিল্লি: মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন ওলিম্পিকসে জোড়া পদকজয়ী মানু ভাকের। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে একই সম্মানে ভূষিত হলেন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, ওলিম্পিকসে দু’বার ব্রোঞ্জজয়ী হকি খেলোয়াড় হরমনপ্রীত সিং ও প্যারালিম্পিকসে সোনাজয়ী হাইজাম্পার প্রভীন কুমারও। এছাড়া মোট ৩২ জন অ্যাথলিটকে দেওয়া হল অর্জুন পুরস্কার। তার মধ্যে ১৭জনই প্যারা অ্যাথলিট। এত সংখ্যক প্যারা অ্যাথলিট এর আগে এভাবে পুরস্কৃত হননি। উল্লেখ্য, প্যারিস প্যারালিম্পিকসে ২৯টি পদক পায় ভারত। তার মধ্যে ছিল সাতটি সোনা ও নয়টি রুপো।
প্যারিস ওলিম্পিকসে জোড়া পদক জিতে নজির সৃষ্টি করেন মানু। ২২ বছর বয়সি এই শুটার ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। তার আগে টোকিও ওলিম্পিকসে পিস্তলের গোলযোগে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর। সেই যন্ত্রণা ভুলে অন্ধকার থেকে আলোয় ফেরেন মানু। ‘খেলরত্ন’ পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘আমি সম্মানিত। ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে এগনোতেই আমি বিশ্বাসী। সুফলও পেয়েছি। তারই স্বীকৃতি দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান লাভ। যাঁরা পাশে থেকেছেন, তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আগামী দিনে আরও পরিশ্রম করতে হবে। আরও পদক জয়ের লক্ষ্যে নিজেকে উজাড় করে দেব। গত আড়াই মাস ধরে নিয়মিত ট্রেনিং করছি। এই মাসের শেষের দিকে প্রতিযোগিতায় নামব।’ মানুর মতোই ক্রীড়া বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছেন গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর দেশের দ্বিতীয় দাবাড়ু হিসেবে বিশ্বসেরা হয়েছেন‌ তিনি। নজির গড়েছেন সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়নের। ১৮ বছর বয়সির কথায়, ‘খেলরত্ন পেয়ে আমি আনন্দিত। স্বপ্নপূরণ হল। তবে রাস্তা এখানেই শেষ নয়। আরও অনেকবার দেশকে গর্বিত করতে চাই।’
হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, ‘জীবনের বৃহত্তম স্বীকৃতি। আমার কাছে এটা মস্ত বড় সম্মান, যা পাব বলে কখনও ভাবিনি। আমি খুব খুশি।’
42m 51s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা