বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

এইমসের বাইরে রাত কাটাচ্ছে রোগীর পরিবার, রাহুলের ভিডিওতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেখাতে হবে এইমসের ডাক্তার। তাই হাড় কাঁপানো দিল্লির ঠান্ডায় রাস্তায় রাত কাটাতে হয় অধিকাংশ রোগীর পরিবারকে। যাতে পরদিন সকালেই হতে পারে ওপিডি কার্ড। এমনই অভিযোগের ঘটনায় নড়েচড়ে বসল নয়াদিল্লির এইমস। বৃহস্পতিবার রাতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এইমসের বাইরে কম্বলমুড়ি দিয়ে রাত কাটানো কয়েকজন রোগী, রোগীর পরিবারের সঙ্গে দেখা করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন সেইসব ছবি, ভিডিও। স্বভাবতই চাপে পড়ে যায় এইমস কর্তৃপক্ষ। নামে সাফাই ঩দিতে। রাহুল গান্ধীর নামোল্লেখ না করেও এইমসের মুখপাত্র ডাঃ রিমা ডাডা জানান, যে ছবি সামাজিক মিডিয়ায় দেখা যাচ্ছে, সেটি এইমসের সামনে সাবওয়ের। ফলে তারা সবাই যে এইমসেরই রোগী বা রোগীর পরিবার, সেটা নিশ্চিত নয়। এইমসের ঠিক উল্টোদিকেই সফদরজঙ্গ হাসপাতাল। তারও রোগী, রোগীর পরিবার হতে পারে। তিনি বলেন, রোগী বা রোগীর পরিবারের জন্য এইমসের পক্ষ থেকে রাত কাটানোর সুবন্দোবস্ত করা হয়েছে। অনেকে হয়তো জানেন না। তাই অহেতুক রাস্তায় রাত কাটান। আশ্রয়, সাই বিশ্রাম সদন, রাজঘরিয়া বিশ্রাম সদন এবং ভওরাও দেবরস সেবা ন্যাস বিশ্রাম সদন নামে চারটি জায়গায় দেড় হাজার শষ্যার ব্যবস্থা রয়েছে। যার মধ্যে ৫৫৯ টি শয্যা এইমস ক্যাম্পাসের মধ্যেই। তারপরেও কারও কোনও অসুবিধা হওয়ার কথা নয়। স্রেফ বিনামূল্যে রাত কাটানোর ব্যবস্থাই নয়, দেওয়া হয় কম্বল, খাবারও।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা