বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পরিস্রুত পানীয় জল:৮১৯ কোটি খরচ করছে পুরসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর, টালিগঞ্জ সহ কলকাতার সংযুক্ত এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে ৮১৯ কোটি টাকার প্রকল্প রূপায়ণ করছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে সেই টাকা থেকে খরচ করে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। বাকিগুলির কাজ চলছে। যেমন, শহরে পানীয় জলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ধাপা এবং গড়িয়া ঢালাই ব্রিজে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হলে যাদবপুর এবং টালিগঞ্জ অঞ্চলের বাসিন্দাদের পানীয় জলের জন্য আর কোনওভাবেই গভীর নলকূপের উপর নির্ভর করতে হবে না। সর্বত্র পৌঁছে যাবে পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই তথ্য দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম নিজেই।
১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর এদিন যাদবপুর বিধানসভার অন্তর্গত ১০টি ওয়ার্ডের পরিস্রুত পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানতে চান, ‘এই সমস্ত ওয়ার্ডের মানুষ ডিপ টিউবওয়েলের উপর নির্ভরশীল। এসব এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ নিয়ে পুরসভার কী পরিকল্পনা?’ জবাবে মেয়র জানান, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ১৫টি বুস্টার পাম্পিং স্টেশন তৈরির কাজ শেষ হয়েছে। এগুলি তৈরিতে খরচ হয়েছে ৯১ কোটি ১৫ লক্ষ টাকা। বর্তমানে যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভার বিভিন্ন অংশে আরও ২৫টি বুস্টার পাম্পিং স্টেশন তৈরির কাজ চলছে। এর জন্য খরচ হচ্ছে ১৩৩ কোটি টাকা। আগামী দিনে আরও সাতটি বুস্টার পাম্পিং স্টেশন বানানো হবে। তবে জমির সমস্যা যে রয়েছে, তা মানছেন মেয়র। ফিরহাদ আরও বলেন, ‘মেয়রের দায়িত্ব দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যাদবপুর এবং টালিগঞ্জ অঞ্চলের পানীয় জলের সমস্যা পুরোপুরি মেটাতে হবে। এই অঞ্চলগুলিতে রোজ ২৪.২৬ মিলিয়ন গ্যালন জল দরকার হয়, যার পুরোটাই আসে গভীর নলকূপ থেকে। তাই  ধাপা এবং ঢালাই ব্রিজের নতুন জল উৎপাদন প্রকল্প করা হচ্ছে। ধাপায় ১১০ কোটি টাকা ব্যয়ে ২০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। তার জন্য বিভিন্ন জায়গায় পাইপলাইন বসাতে ২৫০ কোটি টাকা খরচ হচ্ছে। গড়িয়া ঢালাই ব্রিজের নয়া জল উৎপাদন প্রকল্প তৈরিতে খরচ হচ্ছে ৮৭ কোটি টাকা। তার জন্য বিভিন্ন জায়গায় পাইপলাইন বসাতে আরও ১৪৮ কোটি টাকা খরচ হচ্ছে। মেয়র জানিয়েছেন, গড়িয়া ঢালাই ব্রিজের জল উৎপাদন প্রকল্পে খিদিরপুরে গঙ্গা থেকে জল তুলে এনে পরিশোধন করা হবে।
42m 38s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা