বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ভুয়ো পরিচয়পত্র চক্রের মাথা পুরী থেকে ধৃত, পাকড়াও দুই শাগরেদও

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভুয়ো নথি তৈরি করে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সুবিধা করে দিত রূপক মণ্ডল। তাকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিস। পাশাপাশি তার দুই শাগরেদ তমাল হালদার ও সুব্রত বিশ্বাসকেও পাকড়াও করেছে পুলিস। ভুয়ো নথি উদ্ধার নিয়ে ধরপাকড় শুরু হতেই এলাকা থেকে পালিয়েছিল রূপক। বৃহস্পতিবার রাতে তাকে পুরী থেকে গ্রেপ্তার করে পুলিস। তিনজনকেই শুক্রবার বারাসত আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে, ভুয়ো পরিচয় তৈরি বারাসতের নবপল্লিতে বসবাস করছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী মা ও মেয়ে। তাঁদেরও গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল শিখারানি দাস ও শর্মি দাস। শুক্রবার তাদের বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
জাল নথি ব্যবহার করে বাংলাদেশিদের ভারতীয় আধার, ভোটার, প্যান কার্ড থেকে জন্ম শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র তৈরির কাজ করে একাধিক চক্র। এইসব চক্রের সঙ্গে বারাসতের যোগ ক্রমেই বাড়ছে। কয়েকদিন আগেই এমনই এক চক্রের মাথা সমীর দাসকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জেরা করে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, অনলাইন কাজের সূত্র ধরেই সমীরের সঙ্গে যোগাযোগ হয় মাঝবয়সিদের। তাদের মোটা টাকার লোভ দেখিয়ে শুরু হয় ভুয়ো নথি বানানোর কাজ। মেডিক্যাল ভিসা নিয়ে এদেশে আসা বাংলাদেশি নাগরিক ও অনুপ্রবেশকারীরা ছিল চক্রের টার্গেট। একমাসের মেডিক্যাল ভিসা থাকলেও অনেকেরই চিকিৎসার জন্য একমাসের বেশি সময় লেগে যেত। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বাংলাদেশিদের বিভিন্ন ঠিকানায় ভুয়ো নথি তৈরি করে দিত তারা। এই চক্রের শিকড়ে পৌঁছতে চাইছিল পুলিস। সেই লক্ষ্যে অনেকটাই সফল তারা। ধৃত পাঁচজনকে নিয়ে চলছিল পুলিসের জেরা। তাতেই উঠে আসে রূপকের নাম। তার সঙ্গে সরাসরি বাংলাদেশিদের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিসের প্রাথমিক অনুমান, এই চক্রটা চালাত রূপক। পদ্মাপাড়ের কোনও চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে! শুধু বারাসত নয়, বনগাঁ বা বসিরহাটের দিকেও তার এজেন্ট থাকতে পারে। কয়েক বছর ধরেই বারাসতের নবপল্লিতে তার দোকানে সন্ধ্যার পর বাংলাদেশিদের ভিড় দেখা যেত। সাইবার কাফের আড়ালে সে এই কারবার চালাচ্ছিল। পুলিসের এক কর্তা বলেন, মাস্টারমাইন্ড রূপককে জেরা করেই গোটা ঘটনা জানা হবে। ধরপাকড় শুরু হতেই সে বাংলা ছাড়ে। গা-ঢাকা দিয়েছিল পুরীতে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
43m 17s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা