বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় চার্জশিট পেশ করল লালবাজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবায় নিজের বাড়ির সামনে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে প্রাণঘাতী হামলার চেষ্টায় চার্জশিট পেশ করল লালবাজার। তদন্ত শেষে কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ১৪ জানুয়ারি আলিপুর আদালতে এই চার্জশিট পেশ করেছেন। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় কসবায় নিজের বাড়ির সামনে সুপারি কিলারের হাতে আক্রান্ত হন সুশান্ত ঘোষ।  ভিনরাজ্য থেকে ভাড়া করে আনা সুপারি কিলার সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালালে, গুলি বের না হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এই ঘটনায় শাসক দলের অন্দরে কলকাতা পুলিসের ভূমিকায় বিতর্ক তুমুল সৃষ্টি হয়। পরে এই মামলার তদন্তভার স্থানীয় কসবা থানার হাত থেকে লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে তুলে দেওয়া হয়। তদন্তে নেমে লালবাজার দুবাইতে পাড়ি দেওয়া মূল অভিযুক্ত আদিলকেও গ্রেপ্তার করেছে।  
লালবাজারের এক সূত্র জানাচ্ছে, চার্জশিটে আপাতত মোট ছ’জনের বিরুদ্ধে খুনের চেষ্টার পাশাপাশি অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে সাক্ষী তালিকায় ১০ জনের নাম রয়েছে। পাশাপাশি, এই মামলায় ধৃতদের মধ্যে তিনজন বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়েছে। যা এই মামলায় গোয়েন্দাদের বাড়তি সুবিধা দেবে। তবে এই মামলার তদন্ত এখনও শেষ হয়নি। তাই পরবর্তী কালে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের রাস্তা খোলা রেখেছে লালবাজার। সিপি’র নির্দেশে  ধৃতদের হেফাজতে রেখে বিচার চালাতে মরিয়া লালবাজার। তাই দ্রুত চার্জশিট পেশের পথে হাটল তারা।  লালবাজার সূত্রের দাবি, মূলত আনন্দপুর থানার গুলশন কলোনি ও মার্টিনপাড়ায় বেআইনি নির্মাণ ও দখলদারির প্রতিবাদ করে প্রতিপক্ষের চক্ষুশূল হয়েছিলেন সুশান্তবাবু। পথের কাঁটা সরাতে বরো চেয়ারম্যানকে নিকেষের পরিকল্পনা করেছিল আদিল। এরজন্য বিহার ও ঝাড়খণ্ড  থেকে সুপারি কিলার ভাড়া করা হয়েছিল। কিন্তু সুশান্ত ঘোষের খুনের জন্য ৫০ লাখ টাকা সুপারি দেওয়ার কথা থাকলেও, মাত্র ৫ লাখ টাকা হাতে পৌঁছেছিল ধৃতদের। তাই শেষ মহূর্তে বেঁকে বসেন সুপারি কিলারের দলটি। তার জেরেই এ যাত্রায় প্রাণে বেঁচে যান সুশান্তবাবু। এই মামলায় গুলশান কলোনির কুখ্যাত কয়েকজন দুষ্কৃতীর ভূমিকা রয়েছে বলেই জানা গিয়েছে। তবে প্রাথমিক চার্জশিটে এসব তথ্য নিয়ে কিছু উল্লেখ করা হয়নি।
43m 4s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা