বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নরেন্দ্রপুর কাণ্ড: পুলিসকর্মীর উপর হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরে পুলিসকে আক্রমণের ঘটনায় ধৃত বাবা ও দুই ছেলের বিরুদ্ধে চারটি অভিযোগ রয়েছে থানায়। চতুর্থটি অবশ্য পুলিসকে কোপ মারার ঘটনা। তদন্তে এমনটাই জানতে পেরেছে নরেন্দ্রপুর থানা। তাদের বক্তব্য, ওই তিনজন একপ্রকার ‘রিপিটেড অফেন্ডার্স’। গড়িয়ার আর্যপাড়ায় যেখানে নীলরতন পাল, সৌম্য পাল এবং শ্যামল পালের বাড়ি, সেখানে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে তাদের একদমই বনিবনা হয় না। নানা সময় বাপ-ব্যাটা তিনজনই বিভিন্নজনের সঙ্গে ঝামেলা ও মারপিট করেছে এবং তার জেরে থানায় তিনটি অভিযোগ দায়ের হয়েছে। ২০২২ সালের একটি ঘটনায় কোর্টে হাজির না হওয়ার ফলে ওয়ারেন্ট ইস্যু করেছে বারুইপুর আদালত। যা কার্যকর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এসআই শান্তনু ব্যাধ।
এদিকে, বুধবার রাতে যে দাঁ ও বটি দিয়ে তাঁর উপর হামলা চালানো হয়েছিল, সেটি শুক্রবার উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের অনুসন্ধানে উঠে এসেছে আরও তথ্য। তা হল, এর আগে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পুলিস ওই অভিযুক্তদের বাড়িতে গিয়েছিল। অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। সাড়া দেয়নি বলে ফিরে আসতে হয়েছে তাদের। তারা ভেবেছিল, এবারও হয়তো ডাকাডাকি করে ফিরে যাবে। কিন্তু পুলিস যে দরজা ভেঙে ঢুকে পড়বে, তা বুঝে উঠতে পারেনি তারা। কেন পুলিসের উপর হামলা? এই প্রশ্নের উত্তরে ধৃতরা জানিয়েছে, ভয় পেয়েই তারা এ কাজ করে ফেলেছে।
43m 2s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা