বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

স্কুল থেকে নিখোঁজ ৪ ছাত্রী, চলন্ত ট্রেনে নাটকীয়ভাবে উদ্ধার পুলিসের

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের স্কুল থেকে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টার মধ্যে পুলিসের তৎপরতায় উদ্ধার হল চার ছাত্রী। তাদের কেউ সপ্তম শ্রেণিতে, কেউ নবম শ্রেণিতে পড়ে। বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। উদ্ধার হওয়া ছাত্রীদের তিনজনের বাড়ি হরিপালে, অন্যজন থাকে আরামবাগে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তারকেশ্বরের ওই স্কুলে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ছিল। আরামবাগে যার বাড়ি, সে হরিপালে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানকার তিন ছাত্রীর সঙ্গে সেও গিয়েছিল তারকেশ্বরের ওই স্কুলে ক্রীড়ানুষ্ঠান দেখতে। চারজনই স্কুলের পোশাক পরেছিল। তারা স্কুলে গেলেও আর বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের না পাওয়ায় শেষমেশ পরিবারের সদস্যরা তারকেশ্বর থানার দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ামাত্র তারকেশ্বর থানা হুগলি গ্রামীণ জেলার সব থানাকে নিখোঁজের বিষয়টি জানায়। তদন্তে নেমে পুলিস কাটোয়ার এক যুবকের সঙ্গে নাবালিকাদের যোগাযোগের সূত্র খুঁজে পায়। দেখা যায়, ওই যুবকের মোবাইল ফোন বন্ধ। চার ছাত্রীর মধ্যে একজনের ফোনও ‘সুইচড অফ’ পাওয়া যায়।
সোশ্যাল মিডিয়ায় তালাশ করে পুলিস ওই নাবালিকাদের সঙ্গে আরও এক যুবকের যোগাযোগের হদিশ পায়। বের করা হয় তার মোবাইল ফোন নম্বর। লোকেশন ট্র্যাক করতে গিয়ে দেখা যায়, শেওড়াফুলি থেকে তার টাওয়ার লোকেশন দ্রুত বদল হচ্ছে। ধারণা করা হয়, সে নিশ্চিতভাবেই ট্রেনে সফর করছে। রাত ৮টা নাগাদ বলাগড় থানাকে সক্রিয় হতে বলা হয়। জানা যায়, ওই সময়ে হাওড়া-কাটোয়া গ্যালোপিন লোকাল ওই পথে ছুটছে। বলাগড় থানার বিরাট পুলিস বাহিনী ওই লোকালকে টার্গেট করে। শেষমেশ ট্রেনে উঠে একসঙ্গে সবক’টি বগিতে তল্লাশি শুরু করে। 
ততক্ষণে নিখোঁজ ছাত্রীদের ছবি হাতে পেয়ে গিয়েছেন তদন্তকারীরা। ওই ছবি দেখে চলন্ত ট্রেনেই শনাক্ত করা হয় চার ছাত্রীকে। হুগলির বেহুলা স্টেশনে চার নাবালিকাকে ট্রেন থেকে নামায় পুলিস। তারপর ওই রাতেই বলাগড় থানা থেকে তারকেশ্বরে নিয়ে আসা হয় তাদের। তবে অভিযুক্ত যুবককে পাকড়াও করা যায়নি। শীতের পোশাকের আড়ালে মুখ লুকিয়ে সে গা-ঢাকা দিয়েছে। চার নাবালিকাকে ফুসলিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখছে পুলিস। ওই যুবকের সঙ্গে নারী পাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। হুগলি জেলা পুলিস তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে না নামলে এই চার ছাত্রীর বড়সড় বিপদ হতে পারত। এমনকী, বিক্রিও হয়ে যেতে পারত।
43m 48s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা