বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

৭ দিনের ‘ট্রেনিং’ করে একাই অ্যানাসথেসিয়া প্রথম বর্ষের পিজিটির!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়ম বলছে, সিনিয়রদের উপস্থিতি ছাড়া কোনও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি কোনও রোগিণীকে এককভাবে অ্যানাসথেসিয়া দিতে পারেন না। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ৮ জানুয়ারি রাতে মাত্র সাতদিনের প্রশিক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন এক জুনিয়র ডাক্তারই অজ্ঞান করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন পরপর চারজন প্রসূতিকে! খাতায়কলমে একজন সিনিয়র রেসিডেন্ট সেই কাজ করেছেন বলে লেখা থাকলেও তদন্ত করে দেখা গিয়েছে, যে পাঁচজন প্রসূতির চিকিৎসা নিয়ে এই বিতর্ক, তাঁদের মধ্যে সময়ের হিসেবে পঞ্চমজন বাদে আর কাউকেই অ্যানাসথেসিয়া দেননি সেই এসআর। তাঁকে সাসপেন্ডও করা হয়েছে। স্বাস্থ্যদপ্তরের শীর্ষ সূত্রে এই খবর মিলেছে। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, অ্যানাসথেসিয়া দেওয়া অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ভুলচুক হলে সারাজীনের মতো পক্ষাঘাতগ্রস্তও হয়ে যেতে পারেন একজন রোগী। তাই অ্যানাসথেসিওলজি বিভাগের কোনও শিক্ষক চিকিৎসক বা ফ্যাকাল্টির (সহকারী, সহযোগী বা অধ্যাপক অথবা আরএমও, এসআর) উপস্থিতিতে রোগীকে অ্যানাসথেসিয়া দিতে পারেন কেউ। যাতে কোনও ভুল হলে সেই সিনিয়র পরিস্থিতি সামলে দিতে পারেন। ওই পাঁচজন প্রসূতির মধ্যে মিনারা বিবি (আশঙ্কাজনক অবস্থায় ভর্তি পিজি হাসপাতালে) নামে প্রথমজনের অপারেশন শুরু হয় ৮ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটে। সদ্য পঠনপাঠন শুরু করা প্রথম বর্ষের এক পিজিটি তাঁকে অ্যানাসথেসিয়া দেন! কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। সেকথা আবার লেখাই আছে অপারেশনের নোটে। তখন সেই সদ্য শিক্ষানবিশ পিজিটিকে সাহায্য করতে আসেন অ্যনাসথেসিওলজির দ্বিতীয় বর্ষের এক পিজিটি। 
পরবর্তী প্রসূতি মামনি রুই দাস (পরে মৃত), মাম্পি সিং (বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি পিজিতে) এবং নাসরিম খাতুন (আশঙ্কাজনক অবস্থায় ভর্তি পিজিতে)—পরপর এই তিনজনেরই অ্যানাসথেসিয়া দিয়ে যান সেই এক সপ্তাহের ট্রেনিং-এর অভিজ্ঞতা থাকা পিজিটি। পঞ্চম প্রসূতির বেলায় আবির্ভূত হন খাতায়কলমে নাম থাকা সেই বিভাগীয় এসআর। মিনারার সময় প্রথম বর্ষের পিজিটির রক্ষাকর্তা হিসেবে অবতীর্ণ হওয়া সেই দ্বিতীয় বর্ষের পিজিটি এসআরকে সাহায্য করেন। স্বাস্থ্যদপ্তর সূত্রে শুক্রবার জানা গিয়েছে, আরও একটি চাঞ্চল্যকর তথ্য। তা হল, যে বিতর্কিত কোম্পানির স্যালাইন নিয়ে এত হইচই, তাদের রিঙ্গার ল্যাকটেট (আরএল) গত ন’মাসের মধ্যে ২৭ বার পরীক্ষা করা হয়েছিল, কিন্তু ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি। স্বাস্থ্যকর্তাদের দাবি, যে ব্যাচের আরএল নিয়ে এত বিতর্ক, ওই পাঁচ প্রসূতির আগে সেই ব্যাচের ৩০ হাজার বোতল দেওয়া হয়েছে কয়েক হাজার রোগীকে। একজনের ক্ষেত্রেও পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ আসেনি। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের উদ্যোগে মুম্বইয়ের পরীক্ষা করানো হয়েছিল নমুনা। তার ডিসেম্বর মাসের টেস্ট রিপোর্টেও ক্লিনচিট দেওয়া হয়। এদিকে সুখবর, পিজি হাসপাতালে সিসিইউতে ভর্তি মিনারা বিবির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যদিও মাম্পি সিংয়ের অবস্থা একইরকমের আশঙ্কাজনক।        
42m 15s ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা