বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বর্ধমান শহরে ব্যাঙ্ক ডাকাতিতে যোগ, সুবোধ সিংয়ের প্রতিপক্ষ ‘ডন’কে বেউর থেকে রাজ্যে আনল সিআইডি

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বিহারের কুখ্যাত মাফিয়া সুবোধ সিংয়ের প্রতিপক্ষ রাজীব কুমার সিং ওরফে পুল্লু ওরফে পন্ডিতকে বেউর জেল থেকে রাজ্যে নিয়ে এল সিআইডি। কুখ্যাত এই ‘ডন’ জেলে সুপারি নিয়ে একাধিক ব্যক্তিকে খুন করেছে।  এমনকী জেল থেকে তার নির্দেশমতো  ডনের শাগরেদরা একাধিক ব্যাঙ্কে লুট করে বেড়াচ্ছিল। বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩৪ লক্ষ ডাকাতির ঘটনায় জড়িত এই ডন। দীর্ঘদিন ধরে তাকে এ রাজ্যে নিয়ে আসার চেষ্টা করা হলেও, বিভিন্ন কারণে তা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে নিয়ে আসা সম্ভব হল।
সিআইডি সূত্রে খবর, অভিযুক্ত রাজীব একসময়ে সুবোধের সঙ্গী ছিল। পশ্চিম বর্ধমানের হীরাপুরে ও বেলঘরিয়ায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি করতে তারা একত্রে এসেছিল। সুবোধ জেলে যাওয়ার পর ‘গুরু’র  কায়দায় টিম তৈরি করে ফেলে রাজীব। দ্রুত সুবোধের প্রতিপক্ষ হিসেবে উঠে আসে, শুরু করে একের পর এক অপরাধের অপারেশন। নিজস্ব একটি টিম ছিল বিভিন্ন ব্যাঙ্ক ও ঋণদানকারী সংস্থায় ডাকাতির জন্য। অন্যটি শার্প শ্যুটারদের গ্যাং। বিহারেরর মধুবনী, দ্বারভাঙ্গা, পাটনা সহ বিভিন্ন জায়গায় একের পর এক ব্যাঙ্ক ও স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি করে বেড়াচ্ছিল কুখ্যাত এই ডন। একইসঙ্গে সুপারি নিয়ে বিহারে আট থেকে দশটি খুন করে। ডাকাতি ও খুন মিলিয়ে ডজনখানেক অভিযোগ রয়েছে বিহারে। গ্রেপ্তারের পর সুবোধের সঙ্গে বেউর জেলেই  ছিল রাজীব।
সুবোধকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, ২০২২’এর জানুয়ারি মাসে কার্জন গেট এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৩৪ লক্ষ টাকা ডাকাতিতে রাজীব জড়িত। আদালতের নির্দেশের পরেও, বেউর জেলে প্রভাব খাটিয়ে সে কলকাতায় আসতে চাইছিল না। শেষপর্যন্ত বৃহস্পতিবার তাকে কলকাতায় নিয়ে আসতে পেরেছেন তদন্তকারীরা। ধৃত রাজীব জেরায় জানিয়েছে, সুবোধের সঙ্গে কাজ করার সুবাদে সে পশ্চিমবঙ্গ চিনত। ‘বস’এর মতোই বাংলায় নিজের গ্যাং তৈরি করেছিল। গ্যাংয়ের সদস্যদের কাজ ছিল টার্গেট রেকি করা, ডাকাতির জন্য বাইক জোগাড় করা এবং পালানোর সময় কোন রাস্তা ব্যবহার করবে সেই বিষয়ে সহযোগিতা। রাজীবের বেতনভুক কর্মীরাই জেলা ও কলকাতা মিলিয়ে তিনটি স্বর্ণ ঋণদানকারী সংস্থা থেকে ডাকাতি করেছে। ডাকাতির টাকা বেউর জেলে পৌঁছে দিয়েছে তারই এক শাগরেদ। রাজ্যে আর কোন কোন ব্যাঙ্ককে  রাজীব গ্যাং টার্গেট করেছিল, তাকে জেরা করে জানার চেষ্টা হচ্ছে। 
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা