বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ফের ছাত্রভর্তির সুযোগ চেয়ে মামলা বিএড কলেজগুলির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখনও আসন পূরণই হয়নি। তাই পরীক্ষার রেজিস্ট্রেশন পিছিয়ে ভর্তি চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলাই করে বসল রাজ্যের ৫৮টি বিএড কলেজ। এর ফলে ইতিমধ্যেই ২০২৪-২৬ শিক্ষাবর্ষের বিএড পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত করতে বাধ্য হয়েছে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। তবে সব মিলিয়ে পরিস্থিতি গতবারের মতোই জটিল হতে চলেছে বলে ওয়াকিবহাল মহলের আশঙ্কা। গতবার এপ্রিলেও পড়ুয়া ভর্তি করা হয়েছিল। মামলাকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় পুজোর আগে তৃতীয় দফায় অ্যাডমিশন পোর্টাল চালুর ঘোষণা করেও প্রত্যাহার করে। তারপরে আর পোর্টাল চালু হয়নি। এদিকে, কলেজগুলি চলছে ৫০ শতাংশ আসন নিয়ে। তাও তারা অনুমোদিত ফি-এর চেয়ে কম টাকা নিতে বাধ্য হচ্ছে। মোট ৫৬ হাজার আসনের মধ্যে ৩০ হাজারও পূরণ হয়নি বলে অনেকর দাবি। আবার কিছু কলেজ রয়েছে, যেখানে একজন পড়ুয়াও এবার ভর্তি হয়নি। আসন পূরণের এই অবস্থায় পরীক্ষা হয়ে গেলে কলেজগুলি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। তাই ভর্তির সময়সীমা বাড়িয়ে কলেজগুলির আসন পূরণের ব্যবস্থা করা হোক। 
এদিকে পড়ুয়াদের একাংশের বক্তব্য, এই টানাপোড়েনে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কোর্স শেষ করতে তাদের অনেক বেশি সময় লেগে যাবে। যদিও মামলাকারীদের তরফে ইউনাইটেড ফোরামের সভাপতি তপন বেরা বলেন, এনসিটিই-র নিয়ম অনুযায়ী ১০০ দিন থিওরি এবং ২০ দিন প্র্যাকটিক্যাল ক্লাস করলেই পরীক্ষায় বসা যায়। তাই খুব দেরি হবে না। আমরা আহ্বান জানাচ্ছি, বাকি কলেজগুলিও মামলায় আসুক। 
4h 4m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা