বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বাংলা শস্যবিমা: নাম লেখালেন ২১ লাখ কৃষক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাম নথিভুক্তকরণ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কিন্তু ইতিমধ্যে রবি মরশুমের জন্য বাংলা শস্যবিমায় নাম নথিভুক্ত করেছেন ২১ লক্ষ কৃষক। এই বিমার সম্পূর্ণ প্রিমিয়ামই কৃষকদের হয়ে বহন করে রাজ্য সরকার। ২০২৪ সালের বাজেটে আলুর ক্ষেত্রেও এই প্রিমিয়াম রাজ্যই বহন করবে বলেও ঘোষণা হয়। ফলে এবারই প্রথম রবি মরশুমে আলু চাষের জন্য এই সুবিধা পেতে চলেছেন কৃষকরা। অন্যান্য বছরে যত জন আলুচাষি নাম নথিভুক্ত করান, সেই সংখ্যা এ বছর ইতিমধ্যে পার করে গিয়েছে বলেই সূত্রের খবর। ফলে ৩১ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ৮ জানুয়ারি খরিফ মরশুমের ফসলের ক্ষয়ক্ষতির জন্য শস্যবিমার ৩৫০ কোটি টাকা ৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে। চাষিরা প্রত্যেক বছর এই ক্ষতিপূরণ পান জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের গোড়ায়। ফলে এবার রেকর্ড সময়ের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন রাজ্যের কৃষকরা। 
শুক্রবার নবান্নে প্রত্যেক জেলার কৃষি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করেন দপ্তরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কৃষিসচিব ওঙ্কার সিং মিনাও। এই বৈঠকেই কৃষক স্বার্থে মুখ্যমন্ত্রীর নেওয়া প্রকল্পের সুবিধা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে সব রকম ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। কৃষিক্ষেত্রের প্রত্যেকটি বিষয় নিয়ে এদিন পর্যালোচনাও করেন দপ্তরের মন্ত্রী ও পদস্থ কর্তারা।
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা