বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

কেন্দ্রীয় পদক্ষেপের প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন গঠনের আশায়
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য বেতন কমিশন গঠন করার পর রাজ্য সরকারও সাধারণত সেই প্রক্রিয়া শুরু করে। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মী মহল আশা করছে, এখানেও এবার সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। আগামী মাসে বিধানসভায় যে রাজ্য বাজেট পেশ হবে সেখানে এই সংক্রান্ত কোনও ঘোষণা থাকে কি না সেদিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মীরা।  
প্রতি ১০ বছর অন্তর সরকারি কর্মীদের বেতন হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এর আগের বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয় ২০১৬ সালের জানুয়ারি থেকে। সেই অনুযায়ী পরবর্তী বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য কর্মীদের নতুন বেতন হার ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হলেও ‘নোশনাল এফেক্ট’ দেওয়া হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি থেকেই। যেহেতু ২০২৬ সালে রাজ্য বিধানসভার ভোট আছে তাই এই বছরেই বেতন কমিশন গঠন নিয়ে কোনও সিদ্ধান্ত হতে পারে বলে কর্মীরা আশা করছেন। 
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিবেচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রী উপর তাঁদের পুরো ভরসা আছে। অন্যদিকে, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায়। অনেক রাজ্যেই এটা করা হয়। 
কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন গঠন করেছিল ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে লোকসভা ভোটের কয়েক মাস আগে। সেইসময় কেন্দ্রে  ইউপিএ সরকার ছিল। কমিশনের সুপারিশ পাওয়ার পর তা গ্রহণ করার সিদ্ধান্ত মোদি সরকার নেয় ২০১৬ সালের জুন মাসে। রাজ্য সরকার ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে গঠন করেছিল ষষ্ঠ বেতন কমিশন। কমিশনের ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের সুপারিশ মেনে ২০২০ সালের জানুয়ারি থেকে তা কার্যকর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা