বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ন্যায্যমূল্যে গৃহ নির্মাণের পর্যাপ্ত সরঞ্জাম সুনিশ্চিত করতে হবে, নির্দেশ নবান্নের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার বাড়ি প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে অধিকাংশ উপভোক্তার কাছে। কিন্তু কতজন বাড়ি তৈরির কাজ শুরু করেছেন, তা খতিয়ে দেখতে সব এলাকায় আধিকারিকদের পাঠিয়ে নজরদারি চালানোর নির্দেশ দিল নবান্ন। তবে শুধু সমীক্ষা করেই কাজ শেষ হবে না জেলা প্রশাসনের। কাজ শুরু না হলে উপভোক্তাদের সমস্যার কথা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। বাংলার বাড়ির প্রকল্পের অধীন টাকা পেয়েছেন রাজ্যের ১২ লক্ষ মানুষ। স্বাভাবিক ভাবেই বাড়ি তৈরির সরঞ্জামের চাহিদা বেড়েছে। সেই ক্ষেত্রে চড়া দামে যাতে বাড়ি তৈরির সরঞ্জাম বিক্রি না হয়, তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে জেলা শাসকদের। 
শুক্রবার বাংলার বাড়ি, দুয়ারে সরকার সহ একাধিক ইস্যু নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিবরাও। এই বৈঠকেই বাংলার বাড়ির উপভোক্তাদের ‘ইউডিন’ যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। আবার প্রায় ১২ হাজার ভূমিহীন উপভোক্তাকে জমির পাট্টা দেওয়াও সুনিশ্চিত করতে বলা হয়েছে। 
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্দেশ দিয়েছিলেন। সেই সমস্ত নির্দেশ কার্যকর করার কথাও এদিন জেলাশাসকদের ফের একবার করে মুখ্যসচিব স্মরণ করিয়ে দিয়েছেন বলেও সূত্রের খবর। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি জলের সংযোগ, সরকারি জমি দখলদার মুক্ত করা, অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান সুনিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। 
সম্প্রতি ফিল্ড ভেরিফিকেশন অ্যাপ চালু করছে রাজ্য। সেটি ব্যবহার করে আধিকারিকদের বিভিন্ন এলাকায় গিয়ে পরিদর্শনে আরও জোর দিতে বলা হয়েছে। সেইসময় বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে সমস্ত সুবিধা মিলছে কি না, তাও দেখে নিতে হবে বলেও দেওয়া হয়েছে নির্দেশ।
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা