বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বোমা মজুতের অভিযোগে ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ির পাশে নিজের জমিতে বোমা মজুত করে রাখার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ধৃতের নাম আবু তালেব মণ্ডল। পাশাপাশি অস্ত্র রাখার অভিযোগে তার শাগরেদ বলে পরিচিত ইজামুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিস। আজ, শনিবার তাদের বারাসত আদালতে তোলা হবে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, আমডাঙা পঞ্চায়েতের খেলিয়ায় শুক্রবার সকালে আচমকা জমায়েতের খবর পায় পুলিস। আমডাঙা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে ইজামুল মণ্ডল নামে এক যুবককে অস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিস। পরে সেখান থেকে উদ্ধার হয় তিনটি ড্রামে রাখা ৫২টি তাজা বোমা। ইজামুলকে জিজ্ঞাসাবাদ করলে বোমা মজুত রাখার ঘটনায় নাম উঠে আসে আমডাঙা পঞ্চায়েতের সদস্য আবু তালেব মণ্ডলের। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিস। এ নিয়ে হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস বলেন, ইজামুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র রাখার অভিযোগে। আর আবু তালেবকে বোমা মজুত করার কারণে। মূলত জমি নিয়ে বিবাদের কারণেই এই সমস্ত সামগ্রী মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। শনিবার ধৃতদের বারাসত আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জড়িত নয় বলেই জানিয়েছে শাসক শিবির। সবটাই বিরোধীদের চক্রান্ত বলে তাদের দাবি।
42m 26s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা