বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

প্রতি-আক্রমণে ভরসা রেখেই গোয়া বধের ছক কোচ ব্রুঁজোর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোয়া অস্কার ব্রুজোঁর খাসতালুক। আই লিগে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ায় দীর্ঘদিন কোচিং করিয়েছেন তিনি। সেই সময় জায়ান্ট কিলার হিসেবে বড় দলের নাভিশ্বাস তুলে দিত স্পোর্টিং। তারপর মান্ডভী নদীতে স্রোতে বয়ে গিয়েছে অনেক নুড়ি পাথর। ইস্ট বেঙ্গলের কোচের দায়িত্বে এখন ব্রুজোঁ।  শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে দিয়ামানতাকোসদের সামনে এফসি গোয়া। পুরনো পাড়ায় ঘুরে দাঁড়াতে মরিয়া স্প্যানিশ কোচ। তবে পরিস্থিতি বেশ কঠিন। চোট-আঘাত, কার্ড সমস্যায় ছিটকে গিয়েছেন একঝাঁক ফুটবলার। দল সাজাতে অস্কারের রাতের ঘুম উবে যাওয়ার জোগাড়। 
শুক্রবার গোয়া পৌঁছে সময় নষ্ট করেননি অস্কার। হালকা খাবার মুখে গুঁজে ছুটলেন বাম্বোলিমের মাঠে। ঘণ্টাখানেক অনুশীলনের মূলমন্ত্র একটাই-যে করে হোক পয়েন্ট চাই। হারের হ্যাটট্রিক এড়ানোই প্রধান লক্ষ্য। আসলে স্প্যানিশ কোচের হাতে সীমিত রসদ। দুর্ধর্ষ গোয়ার বিরুদ্ধে রক্ষণ পোক্ত না করলে দুর্ভোগ অপেক্ষা করে থাকবে। কিন্তু চোটের কারণে আনোয়ার আর হেক্টর নেই। কোনওরকমে জোড়াতাপ্পি দিয়ে ডিফেন্স সাজাতে হচ্ছে তাঁকে। তার উপর কার্ড সমস্যা মিটিয়ে গোয়া স্কোয়াডে ফিরবেন বোরহা। যুবভারতীতে কুয়াদ্রাত ব্রিগেডকে তছনছ করে হ্যাটট্রিক করেন এই স্প্যানিশ ফুটবলার। মাঝমাঠে তাঁকে থামাতে না পারলে মুশকিল। কিন্তু ব্রুজোঁর নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। ডাবিতে লাল কার্ড দেখায় শৌভিক নেই। ডিফেন্সিভ স্ক্রিনে সবেধন নীলমণি জিকসন সিং। তাই সাদিকু, ব্রাইসন, উদান্তাদের সাপ্লাই লাইন কাটা সত্যিই অ্যাসিড টেস্ট। অগোছালো ইস্ট বেঙ্গলকে ধাক্কা দিতে চায় গোয়া। অন্যদিকে ঝাঁকুনি সামলে প্রতি-আক্রমণই অস্কারের স্ট্র্যাটেজি। গতিতে কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে উইং হাফদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। কেরালাইট বিষ্ণু ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। তবে গোয়ার বিরুদ্ধে হয়তো রাইট উইং-হাফে খেলানো হতে পারে তাঁকে।
 বাঁ দিকে রিচার্ড সেলিসকে নামিয়ে চমকে দিতে চাইছেন অস্কার। ভেনেজুয়েলার বিদেশি এখনও পরীক্ষিত নন। প্র্যাকটিস সেশানেও গুটিয়ে রয়েছেন তিনি। তবে ম্যাচ সিচুয়েশন একেবারেই আলাদা। সেলিস কি পারবেন দলকে চাঙ্গা করতে? কঠিন সময়ে তাঁর দিকে তাকিয়ে লাল-হলুদ সমর্থকরা।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা