বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে অনিশ্চিত বুমরাহ

নয়াদিল্লি: চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে বল করতে পারেননি যশপ্রীত বুমরাহ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলিতেও তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ, পিঠের বেশ কিছুটা অংশ ফুলে রয়েছে। নিউজিল্যান্ডের এক সার্জনের পরামর্শও নিয়েছেন তিনি। এই কিউয়ি সার্জনই অতীতে অস্ত্রোপচার করেছিলেন বুমরাহর। পাশাপাশি, বিসিসিআইয়ের মেডিকেল টিমও তাঁর উপর নজর রেখেছে। আপাতত ফিট হওয়ার জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলবে ভারতীয় স্পিডস্টারের। কমপক্ষে সেটা ছ’সপ্তাহ লাগতে পারে। তাই মনে করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর কয়েকটি ম্যাচে তাঁর সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া। উল্লেখ্য, দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারত প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। ২৩ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। এই মহারণে বুমরাহ আদৌ খেলতে পারবেন কিনা, তা এখন নিশ্চিত করে বলা কঠিন।
তবে এর জন্য দায়ী টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া সফরে কার্যত ভারতীয় বোলিংয়ের সিংহভাগ দায়িত্ব বুমরাহকেই বহন করতে হয়েছে। পাঁচ টেস্টে ১৫১.২ ওভার হাত ঘুরিয়েছেন তিনি। ৩২টি উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সেরাও। কিন্তু অতিরিক্ত চাপ নেওয়ায় বুমরাহর পিঠের পুরনো ব্যথা মাথাচাড়া দেয়। এই চোট নতুন নয়। বহুদিন ধরেই তিনি ভুগছেন। তাই পুরো ফিট হয়ে মাঠে নামতে বুমবুমের কতদিন সময় লাগবে, তা আন্দাজ করা কঠিন। সেজন্যই ‘প্ল্যান বি’ তৈরি রাখছে জাতীয় নির্বাচক মণ্ডলী। আইসিসি’র নিয়ম অনুযায়ী, ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড ঘোষণা করার কথা। বুমরাহর জন্য অতিরিক্ত কয়েকদিন সময় চেয়েছে বিসিসিআই। আইসিসি তা মঞ্জুর করলে ভালো। তবে সুযোগ রয়েছে রিজার্ভ তালিকায় বুমরাহকে রেখে পরে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করার। শেষ পর্যন্ত এই পথেই হয়তো হাঁটতে চাইবেন আগরকর অ্যান্ড কোম্পানি। বুমরাহকে নিয়ে অনিশ্চয়তার মেঘ সঞ্চারিত হওয়ায় মহম্মদ সামির কপাল খুলেছে। অনেকেই ভারতের বর্ষীয়ান পেসারের টি-২০ স্কোয়াডে কামব্যাকে কিছুটা বিস্মিত। তবে এর পিছনে নির্বাচকদের অন্য অঙ্ক রয়েছে। বুমরাহ যদি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিকের ম্যাচগুলিতে খেলতে না পারেন, তাহলে অনভিজ্ঞতা চাপে ফেলবে ভারতের পেসারদের। মহম্মদ সিরাজও ফর্মে নেই। তাই সামির মতো সিনিয়রকে দলের সঙ্গে জুড়ে দেওয়ার পরিকল্পনা চলছে। কিন্তু তিনি যেহেতু ওয়ান ডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তাই তাঁকে দেখে নেওয়া জরুরি। সেই কারণেই তড়িঘড়ি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে নামানো হচ্ছে সামিকে। এখন দেখার, পুরানে চাল ভাতে বাড়ে কিনা!
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা