বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সোনারপুরে ৫ বাংলাদেশি ধৃত, উদ্ধার প্রচুর সিম কার্ড

সংবাদদাতা, বারুইপুর: দেড় বছর ধরে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভাড়াটিয়া হয়ে সোনারপুরে থাকছিলেন পাঁচজন বাংলাদেশি। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিস বৈকুণ্ঠপুর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম তুষার আহমেদ, ইসমাইল হোসেন, সামিদুল ইসলাম, মহম্মদ শামিম, মহম্মদ জলিল। বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, বরিশাল, লক্ষ্মীপুর এলাকায় বাড়ি অভিযুক্তদের। এঁদের প্রত্যেকের কাছেই বাংলাদেশি সিম কার্ড পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত দিয়ে এদেশে তাঁরা প্রবেশ করেছেন।
ধৃত মহম্মদ জলিল ভারতে এসে জাল আধার কার্ড তৈরি করতেন। আর কাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তা পুলিস তদন্ত করে দেখছে। এঁদের মধ্যে একজন চীনেও গিয়েছিলেন বলে পুলিস জানতে পেরেছে। এই চীনে যাতায়াত নিয়েও রহস্য দেখা দিয়েছে। পাশাপাশি, যে বাড়িতে এঁরা ভাড়া ছিলেন, তার মালিক বেপাত্তা। পুলিস তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে। বারুইপুর পুলিস জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, এঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিস সূত্রে খবর, ২০২৩ সালের জুলাই মাস নাগাদ তাঁরা ভারতে আসেন। তারপর থেকেই সোনারপুরের বিভিন্ন এলাকায় এঁরা থাকছিলেন। একটি গেঞ্জি কারখানায় শ্রমিকের কাজও করতেন। এদের গতিবিধি সন্দেহজনক ছিল বলে প্রতিবেশীরাও জানিয়েছেন। এক প্রতিবেশী বলেন, সকাল হলেই একসঙ্গেই ওঁরা বেরিয়ে যেতেন। আবার রাতে একসঙ্গেই আসতেন। গেঞ্জি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে তাঁরা অন্যত্র কাজে ঢুকেছিলেন। তবে অন্যত্র কী কাজ করতেন, তা পরিষ্কার নয়। বাড়ির মালিক কীভাবে এঁদের থাকতে দিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিস তদন্তের স্বার্থে এই বিষয়ে বিস্তারিত বলতে চায়নি।
22h 22m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা