বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

‘পিটিএম’ ছাড়া ঢুকতেই দেওয়া হয় না স্কুল চত্বরে, নব নালন্দার বিরুদ্ধে সরব অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালে দুর্ঘটনা ঘটার পর দফায় দফায় বিক্ষোভ অভিভাবকদের। উঠল লাগাতার অভিযোগ। সবমিলিয়ে সারাদিন চরম উত্তেজনা তৈরি হল দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে। কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ যেন এতদিন লুকিয়ে ছিল ছাই চাপা আগুনের মতো। এদিন দুর্ঘটনায় দুই ছাত্রের আহত হওয়ার পর অভিভাবকরা জমে থাকা সব ক্ষোভ উগড়ে দিলেন। তাঁদের বক্তব্য, ‘বছরে কয়েকবার পেরেন্ট-টিচার্স মিটিং হয়, তখন ঢুকতে পারি স্কুলে। এ ছাড়া ঢুকতেই দেওয়া হয় না। স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলার কোনও সুযোগই নেই। এত লুকোছাপা কীসের?’ এরকম একাধিক ইস্যু প্রকাশ্যে এনে সোমবার স্কুল চত্বরে দাঁড়িয়েই বিদ্যালয় আধিকারিকদের ঘিরে দফায় দফায় বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা।
সোমবার স্কুলে প্রেয়ার শুরুর আগে পাঁচতলার একটি ঘরের জানলার কাচ ভেঙে নীচে লাইনে দাঁড়িয়ে থাকা দুই ছাত্র মারাত্মক আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। স্কুল বাড়ি মেরামত নিয়ে প্রশ্ন তোলে অভিভাবকদের সংগঠন ‘গার্জিয়ান্স অ্যাসোসিয়েশন’। বিক্ষোভ চলাকালীন স্কুলের এক সদস্য অভিভাবকদের বলেন, ‘পাঁচতলার যে ক্লাসরুমের জানালার কাচ ভেঙে পড়েছে, সেখানে খেলাধুলো করছিল পড়ুয়ারাই। তাদের ধাক্কাতেই কাচ ভেঙেছে।’ এ কথা শুনে স্কুল কর্তৃপক্ষের দায় এড়ানো নিয়ে অভিযোগ ওঠে। রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা। ওই সদস্যের দিকে তেড়েও যান। নবম শ্রেণির এক পড়ুয়ার বাবা চিৎকার করে বলেন, ‘বাচ্চাদের উপর দুর্ঘটনার দায় চাপাচ্ছেন? আপনারা মানুষ? আপনাদের বাড়িতেও তো শিশুরা হয়েছে। নিজেদের দোষ ঢাকার জন্য কীভাবে বাচ্চাদের উপর দায় ঠেলতে পারেন? জানলার রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয়নি কেন? বছরের শুরুতে মাইনে নেওয়ার সময় তো টাকা বুঝে নেন। পড়ুয়াদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে এত উদাসীন কেন আপনারা?’ শ্রেষ্ঠা সেনগুপ্ত নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মা বলেন, ‘এত বড় স্কুল কিন্তু পড়ুয়াদের নিরাপত্তা নেই। স্কুলের সিঁড়িতে কোনও গার্ডরেল নেই। বাচ্চারা হুড়োহুড়ি করে। কখন সিঁড়ি দিয়ে পড়ে যাবে কেউ জানে না। অথচ স্কুল কর্তৃপক্ষ সেদিকে কোনও নজরই দেয় না।’ তাঁর সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা আর একজন পড়ুয়ার বাবার বক্তব্য, ‘শুরু করলে অভিযোগের লাইন পড়ে যাবে। লিখতে লিখতে খাতা ভরে যাবে। কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে তো। এতবড় ঘটনা ঘটার পর এখন টনক নড়েছে প্রিন্সিপালের। এখন তিনি সংবাদমাধ্যমের সামনে এসে বলছেন, অভিভাবকরা কোনও অভিযোগ দিতে চাইলে আমরা তা নেব। এতদিন কেন ভ্রুক্ষেপ ছিল না?’ প্রিন্সিপাল অরিজিৎ মিত্র অবশ্য বলেছেন, ‘স্কুলের পড়ুয়ারা আমাদেরও সন্তান। তাদের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে ‘সেফটি নেট’ বসানো হবে। অভিভাবকদের কোনও অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।’
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা