বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

গঙ্গাসাগর উপলক্ষ্যে বাবুঘাটে নিরাপত্তা  ব্যবস্থা পরিদর্শন পুলিস কমিশনারের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গাসাগর পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিস। সোমবার বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে একথা জানালেন কলকাতার নগরপাল মনোজকুমার ভার্মা। তিনি বলেন,‘যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েন আছে। সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের পুলিস নজরদারি চালাচ্ছে। পূণ্য স্নানকে কেন্দ্র করে যেখানে যেখানে ভিড় হবে বা হয়, সেই সব জায়গাগুলিতে পুলিসের বাড়তি নজরদারি রয়েছে। প্রয়োজনে আরও বাহিনী বাড়ানো হবে। কলকাতা পুলিসের তৎপরতায় এখনও পর্যন্ত শহরে কোনও অঘটনের খবর পাওয়া যায়নি।’ উল্লেখ্য, আজ, মঙ্গলবার মকর সংক্রান্তি। সেই উপলক্ষে ১৪ জানুয়ারি শহরজুড়ে অতিরিক্ত ২০০০ পুলিস মোতায়েন থাকবে। গঙ্গায় কড়া নজরদারি চালাবে রিভার ট্রাফিক পুলিস। প্রতিটি গঙ্গার ঘাট ও ঘাট সংলগ্ন এলাকায় টহলদারি করবেন স্থানীয় ডিভিশনের ডেপুটি কমিশনাররা। তাঁদের অধীনেও বাহিনী থাকবে। হাওড়া ও শিয়ালদা স্টেশনের বাইরে বিভিন্ন জায়গায় পুলিস সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে। বাবুঘাট-সহ যেসব এলাকায় পূণ্যার্থীরা রয়েছেন, সেসব জায়গায় টহলদারি চালাচ্ছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা ও ওয়াচ শাখার অফিসারেরা। এছাড়া আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল সহ কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে স্থানীয় থানার তরফে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে, কলকাতা ট্রাফিক পুলিসকেও বাড়তি সতর্কবার্তা দিয়েছে লালবাজার। পুণ্যার্থীদের গাড়ি বা বাস যদি কোনও যাত্রাপথে কোনও সমস্যায় পড়ে, তাহলে ওই এলাকায় কর্তব্যরত সার্জেন্ট ও স্থানীয় ট্রাফিক গার্ডের অন্য পুলিসকর্মীরা তাঁদের যথাসাধ্য সহায়তা করবেন।
22h 22m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা