বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু, আমতা রোডে বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কাজ সেরে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে ছুটে আসা বাসের ধাক্কায় মৃত্যু হল স্কুটার চালকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার আমতা রোডে। মৃত যুবকের নাম শেখ নাসির (৩২)। তিনি ডোমজুড়ের ডাঁসি দাসপাড়ার বাসিন্দা। ঘটনাকে ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সেটি ভাঙচুরও করে। ডোমজুড় থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিস। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ কারখানার কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন নাসির। হাওড়া আমতা রোড ধরে বাঁকড়ার কাছাকাছি আসতেই ভিড় রাস্তায় উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বেসরকারি বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। ঘাতক বাসটি ৫২ নম্বর রামরাজাতলা-হাওড়া রুটের বলে জানা গিয়েছে। বাসের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন যুবক। সঙ্গে সঙ্গে বাসিন্দারা ছুটে এসে তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান। এরপর যুবককে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এদিকে দুর্ঘটনার পরেই বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। স্থানীয়রা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায় ও বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। এরপর ডোমজুড় থানার পুলিস সেখানে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলে। পুলিস জানিয়েছে, বাসটি আটক করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, সংকীর্ণ রাস্তা, দুপাশজুড়ে বসা বাজার, তার উপর চূড়ান্ত ট্রাফিক অব্যবস্থার কারণে বাঁকড়া এলাকায় হাওড়া আমতা রোড মরণফাঁদের চেহারা নিয়েছে। ভিড় রাস্তাতেই বেপরোয়া গতিতে বাস ছোটায় চালকেরা। দিনের ব্যস্ত সময়ে রাস্তা পার হতে গিয়ে স্কুল পড়ুয়াদের বিপদের আশঙ্কা রয়েছে। তবুও এই রাস্তায় ট্রাফিক পুলিসের কোনও নজরদারি থাকে না বলেও অভিযোগ স্থানীয়দের। 
22h 22m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা