দেশ

রাজ্যের মর্যাদা ফেরাবে বিজেপি, জম্মু ও কাশ্মীরে ভোট প্রচারে প্রতিশ্রুতি মোদির

ফিরদৌস হাসান, শ্রীনগর: ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের তকমা প্রত্যাহার করে মোদি সরকার। তাতে তুমুল ক্ষোভ তৈরি হয় উপত্যকাজুড়ে। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর প্রথম বিধানসভা নির্বাচনেও সেটাই অন্যতম ইস্যু হয়ে উঠেছে। ভোটের আবহে উপত্যকায় এসে রাজ্যের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার শ্রীনগরের সোনওয়ারের শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে জনসভা করেন তিনি।সেখানে প্রধানমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস দিয়েছে বিজেপি। তারাই এটা বাস্তবায়িত করবেন। তবে ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ অনুযায়ী ‘বিশেষ’ তকমা যে আর ফিরবে না, সেকথা ফের স্পষ্ট করে দিয়েছেন তিনি। 
বুধবারই বিধানসভা ভোটের প্রথম দফা অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক দশক বাদে সরকার গড়তে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছে উপত্যকাবাসী। পরিসংখ্যান পিছনে ফেলেছে বিগত নির্বাচনগুলিকে। এজন্য জম্মু ও কাশ্মীরের মানুষের ভূয়সী প্রশংসা করেছেন মোদি। বলেন, ‘প্রথম দফায় সাতটি জেলায় ভোট হয়েছে। এই প্রথম সন্ত্রাসবাদের ছায়া নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করতে পারেনি।’ এরপরই রেকর্ড ভোটদানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা করলেন জম্মু ও কাশ্মীরের মানুষ।’ এদিনের সভা থেকে বিরোধীদেরও নিশানা করেন তিনি। মোদি জানান, আবদুল্লা, মুফতি ও গান্ধী— এই পরিবারগুলির রাজনৈতিক জায়গীর থেকে এই কেন্দ্রশাসিত অঞ্চলকে মুক্তি দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। কাশ্মীরের পিছিয়ে পড়ার জন্য এই তিন পরিবারকেই কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী। বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষের মনে ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছিল এই তিনটি পরিবার। কিন্তু, এখন আরও কাউকে তাদের ফাঁদে পড়তে দেব না। তাঁর দাবি, বিগত ৩৫ বছরের তিন হাজার দিন এখানে হরতাল বা বন্‌ধ চলেছে। অর্থাৎ আটবছর কাশ্মীর অচল ছিল। কিন্তু, বিগত পাঁচ বছরে চিত্রটা বদলে গিয়েছে। 
16d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা