বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কং-বিজেপির গোপন আঁতাত প্রকাশ্যে আসবে: কেজরিওয়াল
 

নয়াদিল্লি: রাজধানীর আসন্ন নির্বাচন বিজেপি-কংগ্রেসের গোপন আঁতাত প্রকাশ্যে নিয়ে আসবে। মঙ্গলবার এই ভাষাতেই হাত শিবিরকে কটাক্ষ করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী। সোনিয়া-পুত্রের তোপ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে কোনও পার্থক্য নেই। দু’জনেই জাত গণনার ইস্যু নিয়ে কোনও বাক্য খরচ করেননি। শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন।’ রাতেই এর উত্তরে আপ সুপ্রিমো লেখেন, ‘রাহুল গান্ধী আমায় নিয়ে অনেক কিছু বলছেন। কিন্তু আমি এবিষয় কোনও মন্তব্য করব না। উনি কংগ্রেসকে বঁচানোর চেষ্টা করছেন। আর আমি দেশকে রক্ষা করার চেষ্টা করছি।’ 
বিষয়টি নিয়ে কেজরিওয়ালকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, ‘দেশ নিয়ে পরে চিন্তা করবেন। আগে নয়াদিল্লির আসন রক্ষা করুন।’ প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি কেন্দ্রের প্রার্থী কেজরিওয়াল। 
মঙ্গলবার অমিত মালব্যের বক্তব্যের কড়া জবাব দেন আপ সুপ্রিমো। কেজরিওয়াল বলেন, ‘দুর্দান্ত! রাহুল গান্ধীকে নিয়ে একটি মাত্র লাইন লিখেছিলাম। সঙ্গে সঙ্গে উত্তর দিল বিজেপি। আসলে ওরা খুব চিন্তিত। আসন্ন নির্বাচন হয়তো কংগ্রেস-বিজেপির এই গোপন আঁতাত ফাঁস করবে।’  
এদিন রাহুলের মন্তব্য নিয়ে আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংয়ের তোপ, ‘আম আদমি পার্টি কখনও জাত গণনার বিরোধিতা করেনি। রাহুল গান্ধী মিথ্যা প্রচার করছেন। 
তাঁকে বাঁচাতে কেজরিওয়ালের বক্তব্যের উত্তর দিচ্ছেন অমিত মালব্য। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না।’ -ফাইল চিত্র
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা