বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মোদির ডিগ্রি মামলায় নথি প্রকাশে অনীহা  দিল্লি বিশ্ববিদ্যালয়ের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত নথি জনসমক্ষে প্রকাশ করতে ফের অনীহা প্রকাশ করল দিল্লি বিশ্ববিদ্যালয়। সোমবার মামলার শুনানিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কারও কৌতূহল মেটানোর জন্য তথ্য জানার অধিকার (আরটিআই) আইন প্রয়োগ করা যায় না। বিশ্ববিদ্যালয়ের হয়ে এদিন দিল্লি হাইকোর্টে সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাছে পড়ুয়ার তথ্য বিশ্বস্ততার সঙ্গে সংরক্ষিত থাকে। ‘কোনও অপরিচিত’ ব্যক্তি বা থার্ড পার্টিকে তা দেওয়া যায় না। উল্লেখ্য, ২০১৬ সালে মানবাধিকার কর্মী নীরজ দিল্লি বিশ্ববিদ্যালয় (ডিইউ) থেকে ১৯৭৮ সালের স্নাতকদের সম্পর্কে তথ্য চেয়ে আরটিআই মামলা করেন। ১৯৭৮ সালেই ডিইউ থেকে পাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালের ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়কে সেই তথ্য প্রকাশের নির্দেশ দেয় সেন্ট্রাল ইনফর্মেশন কমিশন (সিআইসি)। এই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করে ডিইউ। সেই মামলায় ২০১৭ সালের ২৩ জানুয়ারি সিআইসির নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট।
সোমবার এই মামলার শুনানিতে তুষার মেহতা বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের কাছে গিয়ে আমার ডিগ্রি এবং মার্কশিট নিয়ে তথ্য চাইতেই পারি। তবে তৃতীয় পক্ষকে এই সংক্রান্ত তথ্য দেওয়ার কোনও সংস্থান আইনে নেই।’ সিআইসির নির্দেশিকা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী বলে মেহতা দাবি করেন। আরটিআইতে আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, ‘আবেদনে ১৯৭৮ সালের স্নাতকদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। কেউ এসে ১৯৭৯ সালের তথ্য চাইল। কেউ আবার ১৯৬৪ সালের তথ্য চেয়ে বসল। বিশ্ববিদ্যালয় ১৯২২ সালে স্থাপিত।’ সরকারি পদে অধিষ্ঠিত কোনও ব্যক্তির স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার সঙ্গে এই আবেদনের কোনও যোগ নেই বলে মেহতা যুক্তি দেন। চলতি মাসেই এই মামলার পরবর্তী শুনানি। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা