বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আবহাওয়ার পূর্বাভাসেও বেনজির উন্নতি মোদি জমানায়, স্তুতি মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদি দল ও সরকারের সর্বোচ্চ নেতা। তাঁকে তুষ্ট করতে চাওয়া দল ও সরকারের পদাধিকারীদের স্বাভাবিক তাড়না। দল ও সরকারের নেতা-মন্ত্রীরাই বিগত কিছু বছর ধরে বলে এসেছেন মো঩দি এখন বিশ্বগুরু। যে কোনও সরকারি প্রকল্পের উদ্বোধন কিংবা সিদ্ধান্ত ঘোষণা যে মন্ত্রীই করে থাকুন, সর্বদাই তাঁরা ঘোষণা করেন যে, সবটাই প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগে। বস্তুত সরকার ও দলের মধ্যে কোনও অনুষ্ঠানে মোদি উপস্থিত থাকলে কার্যত নেতা-মন্ত্রীদের মধ্যে প্রতিযোগিতা চলে যে, কে বেশি মোদির জয়গান গাইতে পারেন। প্রধানমন্ত্রী বিগত ১০ বছর ধরেই সাধারণত  যে কোনও ভাষণেই বলে থাকেন যে, ভারতের সিংহভাগ উন্নতি ও অগ্রগতি হয়েছে বিগত ১০ বছরে। গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা আবাস যোজনা  অথবা নারী ক্ষমতায়ন বা অনগ্রসর উন্নয়ন সবই হয়েছে তাঁর শাসনকালে। 
সেই প্রবণতায় মঙ্গলবার দেখা গেল সম্পূর্ণ নতুন এক জয়ধ্বনি। ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগের  দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করলেন, প্রকৃতির পূর্বাভাসও বিগত ১০ বছরেই সবথেকে বেশি উন্নত হয়েছে। পাশেই তখন প্রধানমন্ত্রী। বিগত ১০ বছরে মোদিজির শাসনকালে আবহাওয়া বিভাগের পূর্বাভাস ৫০ শতাংশ বেশি সঠিক হয়ে গিয়েছে। জিতেন্দ্র সিং বলেছেন, সকলেই জানতে চায় আগামী কাল আবহাওয়ায় কী হবে? কিন্তু মোদিজি এক ধাপ এগিয়ে সর্বদা। তিনি জানতে চান আগামী কাল আবহাওয়া কী করবে। আর ভারতের আবহাওয়া বিভাগ এখন সেই সাফল্য অর্জন করেছে। এই সাফল্য সম্ভব হয়েছে মোদিজির উদ্যোগেই। এই একই অনুষ্ঠানে মোদি নিজেও দাবি করেছেন যে, তাঁর আগে পূর্ববর্তী সরকারগুলির সময়কালে সাইক্লোনে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতো। প্রাণহানি হতো। কিন্তু বিগত ১০ বছরে সাইক্লোনের ফলে প্রাণহানি অনেক কমে গিয়েছে। কারণ সঠিক পূর্বাভাস দেওয়া হয়। পূর্বতন প্রধানমন্ত্রীদের সময়কালে দুটি উদাহরণের কথা মনে করিয়ে দেন মোদি। ১৯৯৮ এবং ১৯৯৯। যখন প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছিল। কারণ পূর্বাভাস দেওয়া যায়নি। প্রসঙ্গত এই দুই বছরই প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ি। অর্থাৎ মোদির তালিকাভুক্ত ব্যর্থদের মধ্যে তিনিও আছেন! 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা