বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

সন্দীপের মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। নির্দিষ্ট আইন মেনেই তা কার্যকর করা হয়েছে বলে কাউন্সিল সূত্রের খবর। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী বলেন, এই বিষয়ে কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে আইনজ্ঞদেরও মতামত নেওয়া হয়। এছাড়া ওঁকে ৬ সেপ্টেম্বর শো‑কজ করা হয়েছিল। তার কোনও উত্তর মেলেনি। যদিও কাউন্সিল সদস্যদের দুই তৃতীয়াংশের মতামত ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া বেআইনি বলে দাবি করেছেন রাজ্যের চিকিৎসকদের অন্যতম সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। সংগঠনের সম্পাদক ডাঃ রাজীব পাণ্ডে বলেন, এইভাবে কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা যায় না। যিনি এই নির্দেশ দিয়েছেন, তাঁরই তো চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে চার বছর আগে। এ নিয়ে কাউন্সিল রেজিস্ট্রার বলেন, ওঁরাই তো সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানাচ্ছিলেন। 
এদিকে, রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবিতে চিকিৎসা সংগঠনের যৌথ মঞ্চের তরফে বৃহস্পতিবার দুপুরে কাউন্সিল অফিসে অবস্থান‑বিক্ষোভ করা হয়। সেখানে সংগঠনের সদস্যদের একাংশের অভিযোগ, কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় সহ অনেকেই এখন সিবিআই ও ইডির স্ক্যানারে। তাই এই কাউন্সিল লাগু রাখার কোনও অর্থ হয় না। নতুন কাউন্সিল গঠন করা হোক। 
আর জি কর কাণ্ডে আজ, শুক্রবার শিয়ালদহ আদালতে অভিযুক্ত সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ফের হাজির করার কথা। কোর্ট চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে কলকাতা পুলিস সূত্রের খবর।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা