বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস শুরু বিসিকেভিতে

সংবাদদাতা, কল্যাণী: মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে (বিসিকেভি) মঙ্গলবার থেকে সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের সূচনা হয়েছে। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি দপ্তর এবং বিসিকেভির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নদীয়া, দুই ২৪ পরগনা ও হাওড়া থেকে প্রতিনিধিরা অংশ নেন। দু’দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিনের অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানীদের পাশাপাশি ছিলেন কৃষি বিজ্ঞান পড়ুয়ারাও।   
উদ্বোধনী ভাষণে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, গবেষণার জন্য তাঁর দপ্তর থেকে তরুণ বিজ্ঞানীদের অর্থ সাহায্যসহ নানাভাবে উৎসাহিত করা হয়। অপর মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘ধান উৎপাদনে বাংলাই দেশের মধ্যে সেরা রাজ্য। এখানে আধুনিক প্রযুক্তির সাহায্যে কম জলে অধিক চাষ করা হয়।’ অন্যদিকে, বিসিকেভির নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক অশোককুমার পাত্র বলেন, ‘এই আঞ্চলিক কংগ্রেসে কৃষির পাশপাশি বিজ্ঞানের অন্যান্য শাখার গবেষণা ও উন্নয়ন নিয়েও আলোকপাত করবেন বিজ্ঞানীরা। আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে কৃষির উন্নয়নের মাধ্যমে কৃষকের আর্থিক সমৃদ্ধির সুযোগ-সম্ভাবনার দিকগুলি।’
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা