খেলা

৮৯ বছরের রেকর্ড ভেঙে দিলেন যশস্বী

চেন্নাই: চিপকে শুরুতে ভারতীয় ইনিংসে ভয় ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের পেসার হাসান মামুদ। মাত্র ৩৪ রানেই তিন উইকেট খোয়ায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা ব্যর্থ। এমন কঠিন পরিস্থিতিতে রুখে দাঁড়ান যশস্বী জয়সওয়াল। তাঁর অর্ধশতরানই ভারতের ঘুরে দাঁড়ানোর ভিত গড়ে দেয়। ৫৬ রানের ইনিংস খেলার পথে একটি রেকর্ড গড়েছেন তরুণ তুর্কি। ঘরের মাঠে টেস্টের প্রথম ১০ ইনিংসে ৭৫০-এর বেশি রান করা প্রথম ব্যাটার তিনি। যশস্বী পিছনে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের জর্জ হ্যাডলিকে। ১৯৩৫ সালে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে ৭৪৭ রানের রেকর্ড গড়েছিলেন তিনি। দীর্ঘ ৮৯ বছর পর সেই সেই রেকর্ড ভাঙলেন যশস্বী।
ক্রিকেট সার্কিটে মারকুটে ব্যাটার হিসেবেই তিনি পরিচিত। তবে পরিস্থিতি বুঝে বৃহস্পতিবার স্বভাববিরুদ্ধ ব্যাটিং করতে দেখা গেল বাঁহাতি ওপেনারকে। ৯৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১১৮ বলে তাঁর ৫৬ রানের ইনিংসে সাজানো ছিল ৯টি চার। দিনের শেষে তরুণ ওপেনার বলছিলেন, ‘শুরুর দিকে বল খুবই নড়ছিল। ব্যাট করা মোটেই সহজ ছিল না। তাই পরিস্থিতি বিচার করে ঝুঁকিহীন ব্যাটিংয়ের চেষ্টা চালিয়েছি। আবার যখন রান আসছিল, তখন নির্দ্বিধায় বড় শট খেলেছি। এমন ইনিংস আমায় আরও পরিণত হতে সাহায্য করবে। তিন ফরম্যাটে খেলার জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।’ বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ ৪ উইকেট নিয়ে নজর কেড়েছেন। প্রতিপক্ষ বোলারের প্রশংসাও শোনা গেল যশস্বীর মুখে। তিনি বলছিলেন, ‘শুরুর দিকে হাসান দারুণ বল করেছে। তবে মাঝেমধ্যে লুজ বলও দিয়েছে। তাতে আমি ও পন্থ বাউন্ডারি হাঁকিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে গিয়েছি।’
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা