দেশ

পুরনো ৪ মন্ত্রীই আতিশী মন্ত্রিসভায়, নতুন মুখ মুকেশ, শপথ শনিবার

নয়াদিল্লি: নতুন-পুরনোর মিশেলেই নয়া মন্ত্রিসভা গঠন করছেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা। আগামী কাল, শনিবার শপথ নেবেন তিনি। মন্ত্রিসভার বাকি সদস্যদেরও একইদিনে শপথ নেওয়ার কথা। আম আদমি পার্টি সূত্রে খবর, কেজরিওয়ালের আমলে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন গোপাল পাই, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গেহলট ও ইমরান হুসেন। আতিশির মন্ত্রিসভাতেও তাঁরা থাকছেন। ঘটনাচক্রে নয়া মুখ্যমন্ত্রী ও ভরদ্বাজ দু’জনেই মন্ত্রিপদে অপেক্ষাকৃত নতুন। কেজরির বিশ্বস্ত মণীশ সিশোদিয়া ও সত্যেন্দ্র জৈন পদত্যাগের পর ওই দু’জনকে ক্যাবিনেটে জায়গা দেওয়া হয়েছিল। দু’বছরের মধ্যেই রাজ্যের প্রশাসনিক প্রধানের চেয়ারে বসতে চলেছেন আতিশী। মন্ত্রিসভায় নতুন মুখ মুকেশ আহলওয়াত। তিনি দিল্লির সুলতানপুর মাজরার বিধায়ক। ২০২০ সালে প্রথমবার ভোটে দাঁড়িয়ে ৪৮ হাজারের বেশি ভোটে জয় পেয়েছিলেন মুকেশ।  
আবগারি মামলায় জামিন পাওয়ার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল। ফলে সেই আসনে কে বসবেন তা নিয়ে জোর জল্পনা চলছিল। শেষে আতিশীকে বেছে । কিন্তু, কেন তাঁকেই বেছে নেওয়া হল? আপ সূত্রে খবর, কেজরির ক্যাবিনেটে ১৩টি দপ্তরের দায়িত্বে ছিলেন আতিশী। তালিকায় ছিল অর্থ, রাজস্ব, পিডব্লুডি, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সব দপ্তর। অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন হবু মুখ্যমন্ত্রী। সেকারণেই কেজরির উত্তরসূরি  হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর, পুরনো মন্ত্রীরা আগের দপ্তরই সামলাবেন। গত এপ্রিল মাসে দলত্যাগ করেছিলেন সামাজিক উন্নয়ন বিষয়কমন্ত্রী রাজকুমার আনন্দ। এবার আহলওয়াতকে ওই দপ্তরের দায়িত্ব দেওয়া হবে।
জানা গিয়েছে, লোকসভা নির্বাচন, কেজরির গ্রেপ্তারি, লেফটেন্যান্ট গর্ভনরের সঙ্গে রাজ্য সরকারের অম্ল-মধুর সম্পর্কের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে ছিল। নতুন সরকার গঠনের পর দ্রুত একাধিক নীতিগত সিদ্ধান্ত ও উন্নয়নমূলক প্রকল্প কার্যকর করা হবে। এরমধ্যে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা, ইলেকট্রিক ভেহিক্যাল পলিসি ২.০, দুয়ারে পরিষেবার মতো একঝাঁক কর্মসূচি রয়েছে। আগামী বছর বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের মন জয়ে সেগুলিকেই মূলত পাখির চোখ করছে নতুন সরকার।
15d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা