বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

‘কাজ করতে গেলে দাদারা বাধা দেবেন’ , জানালেন আন্দোলনরত চিকিত্সকদের একাংশ
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে আন্দোলনরত চিকিত্সকদের। আর কবে উঠবে চিকিত্সকদের অবস্থান ও কর্মবিরতি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বাদ নেই অবস্থান মঞ্চও। বৃহস্পতিবার আন্দোলনরত কয়েকজন জুনিয়র চিকিত্সকদের জিজ্ঞেস করা হয়, ‘আপনারা কবে কাজে ফিরছেন? আন্দোলন কতদিন চলবে?’ তার উত্তরে তাঁরা বলেন, ‘আমাদের একক সিদ্ধান্তে কিছু হবে না। সর্বসম্মতিক্রমে আমাদের নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেই মতো আমরা কাজ করব। আমরা এখন কাজ করতে গেলে, আমাদের উর্দ্ধতনরা কাজ করতে দেবেন না।’ কারা উর্দ্ধতন? উত্তরে বলা হয়, ‘সিনিয়র দাদারা।’
এদিন বিকেলের দিকে অবস্থান মঞ্চ সংলগ্ন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আন্দোলনকারীরা জেনারেল বডি মিটিং করেন। বুধবার সেই মিটিং হয়েছিল সরকারি দপ্তর নবদিগন্ত ভবনে। এদিন সেই বৈঠক স্থল বদলে যায়। এদিনই চিকিত্সকদের একাংশ কর্মবিরতি তোলার পক্ষেই সওয়াল করেন বলে খবর। বুধবার অবস্থান মঞ্চ থেকে সাধারণ মানুষের সংখ্যা বেশ কমেছিল। বৃহস্পতিবার সকাল থেকেই খবর ছড়াতে থাকে, অবস্থান মঞ্চ থেকে কেউ বা ফ্যান-ত্রিপল খুলে নিয়ে চলে যাচ্ছেন। বুধবার রাত থেকেই এই ঘটনা ঘটছে বলে জানা গিয়েছে। অনেকেই এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন। কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়, ডেকরেটার্সদের কোনও চাপ দেওয়া হয়নি। আমরা এই ব্যাপারে জুনিয়র চিকিত্সকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের কোনও অভিযোগ নেই। অভিযোগ করেননি জুনিয়র চিকিত্সকরাও। তাঁরা জানিয়েছেন, পুলিস সহযোগিতাই করেছে। অনেক মানুষ নিজেরাই এইসব পাঠিয়েছিলেন। বিকেল হতে দেখা যায়, আবার নতুন করে ফ্যান আসে। সূত্রের খবর, অনেক উৎসাহী সাধারণ মানুষ অবস্থানস্থলে ফ্যান-বাঁশ-ত্রিপল দিয়ে যেতে বলেছিলেন ডেকেরেটারদের। কিন্তু পেমেন্ট করার নির্দিষ্ট দিনের পর তাদের কেউই আর ফোন ধরছেন না। ফলত, ডেকেরেটরা তা খুলে নিয়ে যেতে বাধ্য হন। এদিন সকাল থেকে অনেক মানুষ হাতপাখা নিয়ে আসেন আন্দোলনকারীদের জন্য। এদিকে অবস্থান মঞ্চ থেকে স্লোগান দেওয়া হচ্ছে, ‘কুমারটুলি দিচ্ছে ডাক, ডেকরেটার্স দিচ্ছে ডাক...অভয়া বিচার পাক।’ এই স্লোগানের অর্থ জিজ্ঞেস করা হয় আন্দোলনকারীদের। ওঁরা বলেন, ‘ওঁরা আমাদের আন্দোলনের সঙ্গে আছেন ও সমব্যথী।’ কুমারটুলির মৃত্শিল্পী সংস্কৃতির সাধারণ সম্পাদক বাবু পাল বলেন, ‘ওই নির্যাতিতার ঘটনা নিয়ে আমরা সমব্যথী। কিন্তু এই মুহূর্তে আমরা কোনও বিক্ষোভ আন্দোলেনে যাওয়ার সময় নেই। আমাদের যা চাপ আছে, তাতে নির্দিষ্ট সময়ে উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দেওয়াটাই চ্যালেঞ্জ।’ -নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা