বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

সলমনের বাবা সেলিম খানকে প্রকাশ্যে হুমকি! গ্রেপ্তার দম্পতি

মুম্বই, ১৯ সেপ্টেম্বর: অভিনেতা সলমন খানের বাবা তথা জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খানকে প্রকাশ্য রাস্তায় হুমকি! সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিনিয়ত প্রাতঃভ্রমণে বের হন ভাইজানের বাবা। গতকাল, বুধবার সকালেও সেইমতো বান্দ্রার বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। রাস্তায় একটি বেঞ্চের ধারে বসেছিলেন সেলিম খান। অভিযোগ, তখনই এক দম্পতি স্কুটারে করে এসে সেলিম খানকে হুমকি দেন। তাঁরা বলেন, ‘লরেষ্ণ বিষ্ণোইকে খবর দেব নাকি।’ এই কথা বলেই স্কুটার নিয়ে চলে যান ওই দম্পতি। বিষয়টি আচমকা ঘটে যাওয়ায় রীতিমতো চমকে যান সেলিম খান। এরপর গতকালই থানায় অভিযোগ দায়ের করেন সেলিম খানের দেহরক্ষী। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই দম্পতিকে চিহ্নিতও করে পুলিস। পরে গ্রেপ্তারও করা হয় তাঁদের। পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ওই দম্পতি স্বীকার করেছেন যে মজার ছলেই তাঁরা কথাগুলি বলেছেন। লরেষ্ণ বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগই নেই।
প্রসঙ্গত, এই বিষ্ণোই গ্যাংয়ের দুষ্কৃতীরাই সলমনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কখনও প্রকাশ্যে হুমকি আবার কখনও বাড়িতে হামলা চালানো সবটাই করেছে তারা। তাই সলমনের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করেছে মহারাষ্ট্র সরকার। চলতি বছরের এপ্রিল মাসেই বলিউডের ভাইজানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় ৬ বন্দুকবাজ। হতাহতের কোনও ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েছিলেন সলমন। ওই বন্দুকবাজদের পরে গ্রেপ্তারও করে মুম্বই পুলিস। তদন্তে জানা গিয়েছিল, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে হত্যার ছক কষে প্রায় ২০ লক্ষ টাকার সুপারি দিয়েছিল। সেই কাজে নিযুক্ত হয়েছিলেন ওই ছ’জন বন্দুকবাজ।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা