বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ক্ষিপ্র-হিংস্র মোরগদের যুদ্ধবাজ বানান  রিং মাস্টার দিলীপ, দাম ওঠে ৫০ হাজার

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোনও আখড়া নয়। কসরতের জন্য ডাম্বেল-বারবেলও নেই। তবুও তৈরি হয় পালোয়ান। তারা আক্রমণাত্মক, হিংস্র, ক্ষিপ্র, শত্রুকে ফালাফালা করে দেওয়ার ক্ষমতা রাখে। ডুয়েলের দুনিয়ায় এরকম একটি ভালো ফাইটারের দাম ৫০ হাজার টাকা পর্যন্ত উঠে যায়। দিলীপ মাহাতো তাদের যুদ্ধ শেখান। প্রতিদ্বন্দ্বীকে কীভাবে ক্ষতবিক্ষত করতে হয় বাড়ির উঠোনে তার প্রশিক্ষণ চলে সকাল-বিকেল। 
ক্যানিং দু’নম্বর ব্লকের জীবনতলার দিলীপ পেশায় প্রাণী পালক। আর একজন রিং মাস্টারও বটে। তবে কোনও মানুষ নয় মোরগদের গড়ে তোলেন ফাইটার হিসেবে। লড়াইয়ের সময় কখন কী প্যাঁচ কষতে হবে সেটাই শেখান। ক্যানিংয়ের সেই গ্রামে এখন নিঃশব্দে হচ্ছে ফাইটার গড়ার কাজ। তাঁর থেকে এই লড়াকু-প্রশিক্ষিত মোরগ কেনার চাহিদা রয়েছে। গত কয়েক বছর ধরে এই কাজ করে চলেছেন দিলীপবাবু। জানালেন, ঝাড়খণ্ড থেকে বাচ্চা অবস্থায় মুরগি ও মোরগ কিনে আনেন। তারপর তাদের বংশবৃদ্ধি করিয়ে মোরগদের আলাদা করে পালোয়ান তৈরির কাজে নেমে পড়েন। ছ’মাস বয়স হলে মোরগরা ডাকতে শুরু করে। তখনই ওদের ফাইটার তৈরি করার কাজ শুরু হয়ে যায়। প্রথমে মুরগির দল থেকে আলাদা করা হয় মোরগদের। একেকটির জন্য আলাদা ঘর। কয়েকদিন ঘরবন্দি করে রাখলেই ওদের মধ্যে তৈরি হয় জেদ ও রাগ। মুরগির সঙ্গে মিশতে দেওয়া হয় না। এতে আরও বেশি হিংস্র হয়ে ওঠে মোরগ। সাতদিন এভাবে রাখার পর বের করে এনে একে অপরের সঙ্গে ভিড়িয়ে দেওয়া হয়। এভাবেই তৈরি করা হয় ফাইটার।
বাসন্তী, হাড়োয়া, সহ বিভিন্ন গ্রাম থেকে মোরগ কিনতে অনেকে আসেন তাঁর কাছে। ১০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হয় একটি ফাইটার। জীবনতলার ওই গ্রামে দিলীপবাবু ছাড়া আর কোনও প্রশিক্ষক নেই। তবে নিজেকে নিয়ে কোনও প্রচার করেন না। কিন্তু লোকমুখেই জনপ্রিয় হয়ে গিয়েছে। বছরভর তাঁর কাছে ফাইটার কেনার ভিড় লেগে থাকে। গ্রামে গঞ্জে মোরগ লড়াই খুব জনপ্রিয়। এই নিয়ে চলে জুয়াখেলা। হাজার হাজার টাকার লেনদেন হয়। ফলে অনেকেই হিংস্র মোরগ চায়। 
6h 6m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা