বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

আচমকা শিয়ালদহ থেকে দু’টি মিছিল, চিকিত্সকদের ঐক্য নিয়ে প্রশ্ন মানুষের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনিয়র চিকিত্সকদের আন্দোলনে আগেও দেখা গিয়েছিল বিভাজন। আর জি কর কাণ্ডের রায় ঘোষণার দিন তা আরও প্রকাশ্যে এল বলে অভিযোগ। এদিন আদালত চত্বরের বাইরে আশানুরূপ জমায়েত হয়নি বলে অনেকের মত। তারপর রায় ঘোষণার পর জুনিয়র চিকিত্সকরা জানান, তাঁরা মিছিল করে মৌলালিতে যাবেন। তারপর ফ্লেক্স হাতে মৌলালির দিকে এগতে থাকেন। সে মিছিলে অনিকেত মাহাত, সৌম্যদীপ রায়, দেবাশিস হালদাররা ছিলেন। আচমকা দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কম হয়ে গিয়েছে। শিয়ালদহ ব্রিজে ওঠার মুখে মিছিলে হাতে গোনা মাত্র কয়েকজন। দেবাশিসবাবু সহ কয়েকজন আদালত চত্বরে ফিরে আসছেন।তখন শিয়ালদহ মেট্রোর কাছে ‘হাল্লা বোল’ স্লোগান উঠছে। সেই মিছিল যখন মৌলালির দিকে এগচ্ছে, তখন নেতৃত্বে চিকিত্সক বিপ্লব চন্দ। যদিও  শিয়ালদহ মেট্রোর সামনে দেবাশিসবাবু বললেন, ‘আমাদের মধ্যে কোনও বিভাজন নেই। এখানে অভয়ার বাবা-মা আসবেন বলে আমরা কয়েকজন চলে এসেছি। অনেকেই ওই মিছিলে রয়েছেন। ঐক্যের ভিত্তিতেই মিছিল এগচ্ছে।’ এরপর অভয়ার বাবা-মা সেখানে এসে বক্তব্য রাখেন। কিন্তু আবার দেখা যায়, আদালত থেকে মৌলালি পর্যন্ত আরও একটি মিছিলের ডাক দেওয়া হল। ‘অভয়া মঞ্চ’র ব্যানার সামনে রেখে সেই মিছিল চলল মৌলালি। সেখানে গিয়ে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এসব দেখে অনেকের প্রশ্ন, ‘ঐক্য থাকলে কয়েক মিনিটের মধ্যে একই জায়গা থেকে দু’টি মিছিল কেন ডাকা হবে?’ তবে অনৈক্যের তত্ত্ব মানতে নারাজ জুনিয়র চিকিত্সকরা।  
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা