বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

‘ভরসা রেখেছিলাম, পূর্ণ মর্যাদা দিয়েছেন’, বিচারককে কৃতজ্ঞতা মৃতার বাবার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সোমবার দুপুর সাড়ে ১২টায় মামলার রায় ঘোষণা।’—কথা শেষ করেই চেয়ার ছেড়ে উঠে পড়লেন শিয়ালদহ আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়েই ভাঙা ভাঙা গলায় ভেসে এল মৃতা চিকিৎসক তরুণীর বাবার গলা— ‘আমি কিছু বলতে চাই।’ থমকে দাঁড়ালেন বিচারক। বললেন, ‘হ্যাঁ, অবশ্যই... বলুন না। ওঁকে মাইক এগিয়ে দিন।’ মৃতার বাবার মন্তব্য, ‘আমরা আদালতের উপর ভরসা রেখেছিলাম। আপনি তার পূর্ণ মর্যাদা দিয়েছেন। আমরা অত্যন্ত খুশি।’ ভরা এজলাসে কান্নায় ভেঙে পড়লেন সন্তানহারা বাবা। 
শনিবার দুপুর আড়াইটে নাগাদ শিয়ালদহ আদালতে আর জি কর মামলার রায়দান হয়। তার আগেই দুপুর ১টা নাগাদ শিয়ালদহে চত্বরে চলে আসে নির্যাতিতার পরিবার। বেলা পৌনে ২টো নাগাদ ২১০ নম্বর ঘরে বিচারক অনির্বাণ দাসের এজলাসে প্রবেশ করেন অভয়ার বাবা, মা ও কাকিমা। তখনও চোখেমুখে একটা চিন্তার ছাপ। বিচারক কী রায় দেন, তার জন্য প্রায় ৪৫ মিনিট এজলাসেই অপেক্ষা করেন তাঁরা। সেই সময় নির্যাতিতার বাবা-মা একবারের জন্যও নিজেদের মধ্যে কথা বলেননি। নিথর দৃষ্টি থমকে ছিল বিচারকের চেয়ারের দিকে। 
অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার (বহিঃষ্কৃত) সঞ্জয় রায়কে কাঠগড়ায় তুলতেই তির্যক দৃষ্টিতে তার দিকে একবার তাকালেন বাবা-মা। মনে মনে হয়তো ভাবছিলেন, এর চরম শাস্তি হোক! ঠিক সাত মিনিটের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার তিন ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন বিচারক। নির্যাতিতার বাবা-মা দু’জনেই একে অপরের হাত চেপে ধরলেন। আর জি করের নারকীয় ঘটনার ১৬২ দিনের মাথায় ‘দোষী সাব্যস্ত’ শব্দবন্ধটা শুনে যেন মানসিকভাবে শান্তি পেলেন নির্যাতিতার অভিভাবকরা। সেটাই প্রকাশ পেল বিচারকের প্রতি কৃতজ্ঞতায়। আদালত চত্বর থেকে বেরনোর সময় অভয়ার বাবা বলেন, ‘সঞ্জয়ের ফাঁসি চাই। আর যারা যারা এই ঘটনায় যুক্ত, তাদেরও শাস্তির দাবি জানাচ্ছি।’ অন্যদিকে, এদিন রায়দানের পরই সঞ্জয়ের দিদির বক্তব্য, ‘ভাই যদি এই কাজ করে থাকে, তাহলে আমি চাই ওর শাস্তি হোক। আমি ওর সঙ্গে আর দেখা করতে যাব না।’ মৃতার পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন অপরাধীর দিদি। 
এদিন শিয়ালদহ চত্বরের বাইরে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা। সার্বিক দায়িত্বে ছিলেন কলকাতা পুলিসের ডেপুটি কমিশনার (ইএসডি) গৌরব লাল ও ডেপুটি কমিশনার (নর্থ ও নর্থ সাবার্বান) দীপক সরকার। এজলাসের ভিতরেও মামলা শোনার জন্য প্রায় দেড় ঘণ্টা আগে থেকে ভিড় জমে। অন্য মামলা নিয়ে আদালতে আসা মানুষ থেকে আইনজীবী, সকলেই ঢুকে পড়েন ২১০ নম্বর ঘরে। দীর্ঘ প্রতীক্ষা শেষে দুপুর ২টো ২৩ মিনিটে মেলে সাম্প্রতিককালের সবচেয়ে সংবেদনশীল মামলার রায়।  
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা