বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

মনু নদীতে উঁচু বাঁধ নির্মাণে তৎপরতা বাংলাদেশে, বন্যার আশঙ্কা ত্রিপুরার কৈলাসহরে

বিশেষ সংবাদদাতা, আগরতলা: মনু নদীর বাঁধ আরও উঁচু করছে বাংলাদেশ। সেদেশের আলিনগর, নিশ্চিতপুর ও লালারচকে পুরনো বাঁধ নতুন করে শক্তপোক্তভাবে নির্মাণের কাজ চলছে। বাঁধ আরও কুড়ি ফুট উঁচু করা হচ্ছে বলে খবর। এরফলে ত্রিপুরার ঊণকোটি জেলার কৈলাসহরে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতে মনু নদীর উপর ভারতের অংশের বাঁধ বর্তমানে অত্যন্ত দুর্বল। গত পঁচিশ বছর ধরে এর কোনও মেরামত বা নতুন নির্মাণ হয়নি। বিভিন্ন সময় ভারী বর্ষণে, বিশেষ করে ২০১৮ সালের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছিল কৈলাসহরে। 
কৈলাসহর লাগোয়া বাংলাদেশে মনু নদীতে বাঁধ নির্মাণের প্রসঙ্গ বিধানসভায় তুলেছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। গত বুধবার জিরো আওয়ারে তিনি বলেন, মনু নদীর দুই পাড়ে ভারতীয় অংশের বাঁধ ৪০ বছর আগে তৈরি হয়েছিল। বর্তমানে ওই বাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশে বাঁধ উঁচু করার ফলে বৃষ্টিতে কৈলাসহরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এব্যাপারে জরুরি হস্তক্ষেপের আর্জি জানান বিধায়ক। ঊণকোটি জেলার ফটিকরায়ের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসও ওই বক্তব্য সমর্থন করেন। এব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে মনু নদীর উপর বাঁধ নির্মাণের বিষয়টি যথেষ্ট উদ্বেগের। সরকার ইতিমধ্যেই রাজ্যে প্রবাহিত ১২টি নদী ও জল সম্পদের সমস্যা পর্যালোচনা করেছে। একটি বিশদ রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। কৈলাসহর উন্নয়ন মঞ্চের প্রচার সচিব ভাষ্কর ঘোষ অধিকারী বলেছেন, এভাবে বাঁধ নির্মাণের ফলে বর্ষার সময় বাংলাদেশ সুরক্ষিত থাকলেও ভারতের অংশ ডুবে যাওয়ার প্রবল আশঙ্কা থাকছে। 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা