বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

গোয়ার কাছে হেরে আরও বিপাকে ব্রুজোঁর ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে ইস্ট বেঙ্গলের হারের ধারা অব্যাহত। রবিবার অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে ০-১ গোলে বশ মানল অস্কার ব্রুজোঁর ছেলেরা। সবমিলিয়ে হারের হ্যাটট্রিকে আরও বিপাকে ক্লেটনরা। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে লড়াই চালালেও কাঙ্ক্ষিত গোল তুলে নিতে ব্যর্থ লাল-হলুদ ব্রিগেড। গোয়ার একমাত্র গোল ব্রাইসন ফার্নান্ডেজের। এই জয়ের সুবাদে ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল মানোলো মার্কুয়েজ ব্রিগেড। হেরে একাদশ স্থানেই রইল ইস্ট বেঙ্গল (১৬ ম্যাচে ১৪ পয়েন্ট)। এরপর হয়তো খাতায় কলমে সুপার সিক্সের দৌড়ে টিকে থাকবে দল। তবে বাস্তবে সেটা যে দিবাস্বপ্ন তা কোচ অস্কারের শরীরী ভাষাতে স্পষ্ট ফুটে উঠল। 
দলে অনেক ফুটবলার চোটের কবলে। এমন পরিস্থিতিতে রবিবার গোয়ার বিরুদ্ধে একাধিক পরিবর্তনের পথে হাঁটতে হয়েছিল কোচ অস্কার ব্রুজোঁকে। শৌভিক, আনোয়ার, সাউলদের অনুপস্থিতিতে দলের ভারসাম্য বজায় রাখতে নতুন বিদেশি রিচার্ড সেলিসকে শুরু থেকে নামান তিনি। মাত্র চারদিন অনুশীলন করলেও, প্রথমদিনেই বেশ নজর কাড়লেন ভেনেজুয়েলার মিডিও। চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছে গোয়া। শেষ ১০ ম্যাচে অপরাজিত তারা। রবিবার ঘরের মাঠে শুরুতেই গোল তুলে নেয় মানোলো মার্কুয়েজের ছেলেরা। ১৩ মিনিটে ইস্ট বেঙ্গলের প্রাক্তনী বোরহা হেরেরার ঠিকানা লেখা সেন্টার থেকে হেডে জাল কাঁপান ব্রাইসন ফার্নান্ডেজ (১-০)। শুরুতে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ইস্ট বেঙ্গল। বিষ্ণু-সেলিসরা উইং থেকে গতি বাড়িয়ে আক্রমণ শানালেও সন্দেশকে পরাস্ত করার জন্য তা যথেষ্ট ছিল না। আসলে মাঝমাঠে খেলা তৈরি করার লোকের অভাবে এদিন আরও একবার ভুগল লাল-হলুদ ব্রিগেড। দিয়ামানতাকোস পুরো সময়টা প্রতিপক্ষ ডিফেন্ডারদের আড়ালেই লুকিয়ে থাকলেন। এরই মধ্যে ৩৫ মিনিটে ইকের গুয়ারোৎজিনার শট পোস্টে ধাক্কা না খেলে প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে যেতে পারত গোয়া।
অস্কার জমানায় পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে ইস্ট বেঙ্গল। এদিন আরও একবার সেই চেষ্টায় চালান জিকসন-নন্দরা। এই পর্বে অনেক বেশি চনমনে দেখায় সেলিসকে। ৫৩ মিনিটে তাঁর শট শেষ মুহূর্তে বরিস বিপন্মুক্ত না করলে ম্যাচে সমতায় ফিরতে পারত ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ বক্সে চাপ বজায় রাখতে ডেভিডের জায়গায় ক্লেটনকে মাঠে নামান অস্কার। ৬৭ মিনিটে চেস্ট রিসিভ করে প্লেস করেন সেলিস। এক্ষেত্রে দুরন্ত সেভ গোয়া গোলরক্ষক হৃত্বিকের। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল গোয়ার সামনেও। তবে ফাঁকা গোল পেয়েও বল বাইরে মারেন সাদিকু। এরপর সংযোজিত সময়ে হিজাজিকে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। 
ইস্ট বেঙ্গল: প্রভসুখন, নন্দ, লালচুংনুঙ্গা, হিজাজি, নিশু, বিষ্ণু, জিকসন, মহেশ (মার্ক), সেলিস (সায়ন), ডেভিড (ক্লেটন) ও দিয়ামানতাকোস।

এফসি গোয়া- ১    :      ইস্ট বেঙ্গল-০
(ব্রাইসন)
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা